নয়া দিল্লি: কেন্দ্রের করোনা মোকাবিলা নিয়ে গত বছর থেকেই সমালোচনা করছেন রাহুল গান্ধী। সম্প্রতি ভারতে করোনায় মৃতের সংখ্যা নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন শেয়ার করেন তিনি। আর এতেই বেজায় চটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন কংগ্রেসের এই রাজনীতিতে শকুনের সঙ্গে তুলনা করলেন।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে শ্মশানগুলিতে উপচে পড়া ভিড়, অন্যদিকে উত্তর প্রদেশ, বিহারে গঙ্গা নদীতে মৃতদেহ ভাসতে দেখা। এই নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস নেতারাও। বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি প্রতিবেদনের ছবি শেয়ার করে লেখেন, “সংখ্যা মিথ্যা বলে না, তবে ভারত সরকার বলে।”
রাহুল গান্ধীর নাম উল্লেখ করেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে লেখেন, “মৃতদেহ নিয়ে রাজনীতি করা অল ইন্ডিয়া কংগ্রেসের স্টাইল। গাছ থেকে শকুন গায়েব হয়ে গেলেও মনে হচ্ছে তাদের আত্মা পৃথিবীর শকুনদের মধ্যে ঢুকে গিয়েছে। রাহুল গান্ধীজী দিল্লির থেকেও নিউইয়র্ককে বেশি বিশ্বাস করেন। মৃতদেহ নিয়ে কীভাবে রাজনীতি করতে হয়, তা এই পৃথিবীর শকুনদের কাছ থেকে শেখা উচিত।”
এর আগে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমও দেশে করোনায় মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। চলতি মাসের শুরুতেই একটি সাংবাদিক বৈঠকে তিনি এই বিষয়ে বলেছিলেন, “যদি আমাদের সন্দেহ সত্যি হয়, তবে এটি জাতীয় লজ্জা ও বিপর্যয়ের পাশাপাশি অত্যন্ত খারাপ একটি কাজ।”
আরও পড়ুন: কিউবা পালানোর চেষ্টা! মাঝ রাস্তাতেই নৌকা আটকে গেল ‘ওয়ান্টেড’ চোকসির