Amit Shah’s Announcement for Chandigarh: ‘কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই সুযোগ পাবে…’, ‘শাহি’ ঘোষণায় অস্বস্তিতে আপ
Amit Shah's Announcement for Chandigarh: রবিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, চণ্ডীগঢ় কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই সুযোগ সুবিধা পাবেন। এই সুবিধাগুলির মধ্যে অন্যতম হল অবসরের বয়স বৃদ্ধি ও মহিলাদের গর্ভাবস্থায় আরও ছুটির সুযোগ।
চণ্ডীগঢ়: এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Worker) মতোই সমান সুযোগ-সুবিধা পাবেন চণ্ডীগঢ় (Chandigarh) কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারীরা। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-র এই ঘোষণার পরই শোরগোল পড়ে গিয়েছে পঞ্জাবে। শাসক দল আম আদমি পার্টি (Aam Aadmi Party) থেকে শুরু করে বিরোধী দল শিরোমণি আকালি দল ও কংগ্রেস, সকলেই প্রশ্ন তুলেছে কেন্দ্রের শাসক দলের এই ঘোষণা নিয়ে। তাদের দাবি, এই ঘোষণার মাধ্যমে চণ্ডীগঢ়কে রাজ্যের অংশ হিসাবে পঞ্জাব যে দাবি করে, তা খর্ব হবে। একইসঙ্গে সরকারের সাংগঠনিক কাঠামোকেও চ্যালেঞ্জ করে। আম আদমি পার্টির তরফে দাবি করা হয়েছে, পঞ্জাবের বিধানসভা নির্বাচনে পরাজয় ও আম আদমি পার্টির উত্থানে ভয় পেয়েই বিজেপি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে।
রবিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, চণ্ডীগঢ় কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই সুযোগ সুবিধা পাবেন। এই সুবিধাগুলির মধ্যে অন্যতম হল অবসরের বয়স বৃদ্ধি ও মহিলাদের গর্ভাবস্থায় আরও ছুটির সুযোগ।
রাজ্যের সরকারি কর্মচারীরা ব্যপক উপকৃত হবেন, এই কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এবার থেকে অবসরের বয়স ৫৮ থেকে বাড়িয়ে ৬০ করে দেওয়া হচ্ছে। এছাড়া মহিলা কর্মচারীদের জন্যও বিশেষ সুযোগ সুবিধার ব্য়বস্খা করা হবে। গর্ভবর্তী মহিলা ও সদ্য মা হয়েছেন যারা, তারা এবার থেকে ১ বছরের বদলে ২ বছর অবধি ছুটি দেওয়া হবে।”
চণ্ডীগঢ় পুলিশের একাধিক প্রকল্পের উদ্বোধন করে অমিত শাহ বলেন, “চণ্ডীগঢ় প্রশাসনের কর্মচারীদের দীর্ঘদিন ধরে যে দাবিগুলি অপূর্ণ ছিল, তা ধীরে ধীরে পূরণ করা হচ্ছে। আজ মোদী সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে…আগামিকালই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে এবং ১ এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা এই সুযোগ-সুবিধাগুলি পাবেন।”
স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বা তাঁর মন্ত্রীদের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে বলেন যে, আপের উত্থানে ভয় পেয়েছে বিজেপি। তিনি বলেন, “২০১৭ থেকে ২০২২ অবধি কংগ্রেস পঞ্জাব শাসন করেছে, সেই সময় অমিত শাহ চণ্ডীগঢ়ের ক্ষমতা কেড়ে নেননি। কিন্তু যেই আম আদমি পার্টি পঞ্জাবে সরকার গঠন করেছে, তখনই চণ্ডীগঢ়ের ক্ষমতা-পরিষেবা কেড়ে নেওয়া হয়েছে।”