Amit Shah: প্রতি গ্রামকে দেওয়া হবে ১ কোটি টাকা, বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 06, 2025 | 8:54 AM

Chhattisgarh: শাহ জানান, তেন্দু পাতা সংগ্রহে বস্তা পিছু ৫০০ টাকা করে দেওয়া হবে। সরাসরি আদিবাসীদের অ্যাকাউন্টেই এই টাকা দেওয়া হবে। 'ভোকাল ফর লোকালে'র অধীনে ছত্তীসগঢ়ে তৈরি ধাতু, টেরাকোটা ও কাঠের জিনিসপত্র বিক্রি ও প্রচারের উপরে জোর দিতে বলেন।

Amit Shah: প্রতি গ্রামকে দেওয়া হবে ১ কোটি টাকা, বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Image Credit source: PTI

Follow Us

রায়পুর: বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রতি গ্রাম পিছু ১ কোটি টাকা করে দেবেন তিনি। এর জন্য শুধু একটাই কাজ করতে হবে। গ্রামকে নকশাল মুক্ত করতে হবে।

শনিবার ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে ছত্তীসগঢ়ের প্রতিটি গ্রাম নকশাল মুক্ত ঘোষণা করলেই ১ কোটি টাকা করে দেওয়া হবে। নকশালদের আত্মসমর্পণ করে মূল স্রোতে ফেরাতেই এই অর্থ ব্যবহার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে সমস্ত নকশালরা আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। নিরাপত্তা থেকে সামাজিক সম্মান, সবই দেওয়া হবে তাদের।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ই টার্গেট বেধে দিয়েছিলেন যে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে নকশালমুক্ত করা হবে।

শনিবারের অনুষ্ঠান থেকে শাহ আরও জানান, তেন্দু পাতা সংগ্রহে বস্তা পিছু ৫০০ টাকা করে দেওয়া হবে। সরাসরি আদিবাসীদের অ্যাকাউন্টেই এই টাকা দেওয়া হবে। ‘ভোকাল ফর লোকালে’র অধীনে ছত্তীসগঢ়ে তৈরি ধাতু, টেরাকোটা ও কাঠের জিনিসপত্র বিক্রি ও প্রচারের উপরে জোর দিতে বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সাল থেকে বাস্তার পানদুমকে জাতীয় উৎসবের স্বীকৃতি দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।  আদিবাসী ভাষা, সঙ্গীত ও রীতি-নীতি সংরক্ষণের আর্জিও জানান তিনি।