Anurag Thakur Dance: রণবীর সিংয়ের সঙ্গে মিলে এমন কাজ করলেন কেন্দ্রীয় মন্ত্রী! হতবাক সকলে, দেখুন ভিডিয়ো
Ranveer Singh: এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে অনুরাগ ঠাকুর বলেন, "দুবাই এক্সপোর ইন্ডিয়া প্যাভিলিয়নে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন।

নয়া দিল্লি: তিনি ৩৬৫ দিনের রাজনীতিবিদ। ক্রিকেট প্রশাসক হিসেবে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তথ্য ও সম্প্রচার এবং ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তাঁর কাঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এহেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakus) সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন। সাধারণত তাঁকে বিরোধীদের তীব্র আক্রমণ বা মন্ত্রক সম্পর্কে কথা বলতে শোনা যায়। কিন্তু সোমবার কেন্দ্রীয় মন্ত্রীর যে নতুন প্রতিভা সামনে এসে, তা দেখে হতবাক হয়ে গিয়েছেন অনেকে। সোমবার দুবাইয়ের ইন্ডিয়া এক্সপোতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিংয়ের (Ranbir Singh) সঙ্গে এক মঞ্চে নাচ করতে দেখা গিয়েছে।
The power of Bollywood transcends barriers!
Union Minister @ianuragthakur with @RanveerOfficial at @IndiaExpo2020 #DubaiExpo2020. pic.twitter.com/YMRF6FKR9u
— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) March 28, 2022
ওই অনুষ্ঠানে রণবীর সিংয়ের সঙ্গে ‘দ্য গ্লোবাল রিচ অব ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাসট্রি’ (The Global Reach of Indian Media & Entertainment Industry) শীর্ষক আলোচনা যোগ দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন অনুরাগ ঠাকুর। দুবাইয়ের ইন্ডিয়া প্যাভিলিয়নে দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি হিসেবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রণবীর সিং যে মজার মানুষ একথা সকলেই জানেন। কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে তিনি তাঁর হাত ধরে তাঁকে নাচার অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে সেখানে রণবীরের ব্লকবাস্টার সিনেমা ‘বাজিরাও মস্তানির’ মালহারি গানটি বেজে ওঠে। ব্যাস ওই গান বাজলে কি আর নিজেকে আটকে রাখা যায়? অনুরাগ ঠাকুর অভিনেতার সঙ্গে নাচ শুরু করেন। সেখানে উপস্থিত দর্শকরা তারস্বরে চিৎকার করে তাদের উৎসাহ দিয়েছেন।
এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে অনুরাগ ঠাকুর বলেন, “দুবাই এক্সপোর ইন্ডিয়া প্যাভিলিয়নে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। যোগা, আয়ুর্বেদ, বস্ত্র, সিনেমা নিয়ে প্রদর্শনী হচ্ছিল তা দেখতে অনেক উৎসাহী দর্শক সেখানে উপস্থিত হয়েছিলেন। সব মিলিয়ে প্রায় ১৭ লক্ষ মানুষ ইন্ডিয়া প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন।” অনুরাগ জানিয়েছেন, ভারতীয় উপমহাদেশকে তিনি গোটা বিশ্বের সামনেই তুলে ধরতে চান কারণ এর ফলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কেন্দ্রীয় মন্ত্রীর এই নয়া অবতার দেখে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। রণবীর সিংয়ের সঙ্গে তাঁর নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন UGC CUET : এবার রাজ্যের অধীনস্ত বিশ্ববিদ্যালয়গুলিতেও অভিন্ন প্রবেশিকা পরীক্ষা আনতে চায় ইউজিসি





