Dharmendra Pradhan: ভুবনেশ্বরে অকাল দীপাবলি উৎসবে সামিল কেন্দ্রীয় মন্ত্রী, দেখুন ছবি
Diwali celebration: কেবল ভুবনেশ্বর নয়, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার আগের দিন সম্বলপুরে গিয়ে অকাল দীপাবলি পালনে উৎসাহ দেন ধর্মেন্দ্র প্রধান। সম্বলপুরে এক জায়গায় গিয়ে স্থানীয়দের সঙ্গে সলতে তৈরির কাজেও হাত লাগান কেন্দ্রীয় মন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের পর সোমবার সন্ধ্যায় সম্বলপুরে মহানদীর তীরে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়।
ভুবনেশ্বর: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হল দীপাবলি উৎসব। রাম মন্দির ও সরযূ নদীর তীর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে প্রজ্জ্বলিত হল লক্ষ-লক্ষ প্রদীপ। আকাশ আলোকিত হয়ে উঠল বাজির রোশনাইয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের মতো এই অকাল দীপাবলি উৎসবে সামিল হন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। ভুবনেশ্বরে দীপাবলি উৎসবে সামিল হন তিনি।
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ২২ জানুয়ারি, সোমবার প্রতিটি দেশবাসীকে পালন করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে নিজের রাজ্যের বাসিন্দাদের কাছে ঘরে-ঘরে প্রদীপ প্রজ্জ্বলিত করার আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধু আহ্বান জানানো নয়, তিনি নিজে ভুবনেশ্বরে দীপাবলি উৎসবে সামিল হন। মাটির প্রদীপ হাতে নিয়ে সেই দীপাবলি উদযাপনের ছবি টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের টুইট পোস্টে দেখা যাচ্ছে, মাটির প্রদীপ হাতে নিয়ে অন্যান্যদের সঙ্গে দীপাবলি উৎসবে মেতে উঠেছেন তিনি। আবার এক জায়গায় সারি দিয়ে অসংখ্য প্রদীপ জ্বলছে। বাড়িগুলিও রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে। আকাশে ঝলকাচ্ছে বাজির রোশনাই। আর শিরোনামে লিখেছেন, ‘ফুলের বাগানের মতো ঘর সাজাও।’ সবমিলিয়ে এই টুইট পোস্ট দেখে মনে হচ্ছে, সত্যিই দীপাবলি এসে গিয়েছে।
सजा दो घर को गुलशन सा,⁰मेरे सरकार आये हैं, मेरे सरकार आये हैं। #RamJyoti 🪔 #RamMandirPranPrathishtha
📍भुवनेश्वर, ओड़िशा। pic.twitter.com/sddhi0OycG
— Dharmendra Pradhan (@dpradhanbjp) January 22, 2024
কেবল ভুবনেশ্বর নয়, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার আগের দিন সম্বলপুরে গিয়ে অকাল দীপাবলি পালনে উৎসাহ দেন ধর্মেন্দ্র প্রধান। সম্বলপুরে এক জায়গায় গিয়ে স্থানীয়দের সঙ্গে সলতে তৈরির কাজেও হাত লাগান কেন্দ্রীয় মন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের পর সোমবার সন্ধ্যায় সম্বলপুরে মহানদীর তীরে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ প্রজ্জ্বলিত করা হয়।