Dharmendra Pradhan: ‘আদিবাসীরা অত্যন্ত সহজ ও ভাল মনের’, জাতীয় জনজাতি মহোৎসবে অংশ নিয়ে আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রী

Jatiya Janjati Mahotsav: শুক্রবার ওড়িশার নালকো নগরে 'পরিচয়: জাতীয় জনজাতি মহোৎসব'-এ যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই তিনি আদিবাসী সমাজের অবদান সম্পর্কে কথা বলেন।

Dharmendra Pradhan: 'আদিবাসীরা অত্যন্ত সহজ ও ভাল মনের', জাতীয় জনজাতি মহোৎসবে অংশ নিয়ে আপ্লুত কেন্দ্রীয় মন্ত্রী
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 8:25 AM

ভুবনেশ্বর: প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেয়েছে দেশ। তা নিয়ে গর্বিত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। শুক্রবার তিনি বলেন, ‘আদিবাসী সমাজ আমাদের সমাজের শিকড়’। আদিবাসী সমাজের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত, নৃত্য থেকে শুরু করে তাদের খাবার, পোশাক- সবকিছুতেই অভিনবত্ব রয়েছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

শুক্রবার ওড়িশার নালকো নগরে ‘পরিচয়: জাতীয় জনজাতি মহোৎসব’-এ যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই তিনি আদিবাসী সমাজের অবদান সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, “ওড়িশা বৈচিত্র্যময় একটা রাজ্য। এখানে ৬২টি আদিবাসী শ্রেণি রয়েছে এবং তারা ২১ টি ভাষা ও ৭৪টি উপভাষায় কথা বলেন।”

আদিবাসী সমাজের প্রশংসা করে তিনি বলেন, “আদিবাসী মানুষেরা অত্যন্ত সহজ সরল ও ভাল মনের হন। ওড়িশার কন্যা  দ্রৌপদী মুর্মু আজ দেশের রাষ্ট্রপতি।”

প্রধানমন্ত্রী মোদী ও মোদী সরকারের প্রশংসা করেও তিনি বলেন যে আদিবাসী নেতৃত্বরা যাতে সামনে উঠে আসতে পারেন এবং নিজেদের সমাজের প্রতিনিধিত্ব করতে পারেন, তার জন্য মোদী সরকার একাধিক পদক্ষেপ করেছে। উন্নতমানের শিক্ষার জন্য মোদী সরকার একলব্য বিদ্যালয় তৈরি করেছে। এখন বিরসা মুন্ডার জন্মদিবস জনজাতি গৌরব দিবস হিসাবে পালিত হয়।