AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Terror attack: ‘কংগ্রেসের মুখে পাকিস্তানের ভাষা’, রাহুলদের কড়া আক্রমণ কিষাণ রেড্ডির

Pahalgam Terror attack: কিষাণ রেড্ডি আরও বলেন, এটা খুবই লজ্জার যে কংগ্রেস নেতারা পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিপক্ষে কথা বলছেন। এটা ঘটনা যে কংগ্রেস নেতাদের পোস্টকে রিটুইট করছে পাকিস্তান। তাদের মধ্যে যোগসূত্র তুলে ধরছে এই ঘটনা।

Pahalgam Terror attack: 'কংগ্রেসের মুখে পাকিস্তানের ভাষা', রাহুলদের কড়া আক্রমণ কিষাণ রেড্ডির
জি কিষাণ রেড্ডি (ফাইল ফোটো)
Follow Us:
| Updated on: Apr 30, 2025 | 7:23 AM

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিরুদ্ধে ফুঁসছে সারা দেশ। সারা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদে মদত দেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। এই পরিস্থিতিতে কংগ্রেসের একাধিক নেতার মন্তব্যে বিতর্ক বেধেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে খাটো করে দেখাতে সোশ্যাল মিডিয়ায় উঠেপড়ে লেগেছে কংগ্রেস। আর কংগ্রেসের বক্তব্যকে হাতিয়ার করেছে পাকিস্তানও। এই নিয়ে এবার কংগ্রেসকে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দুদের উপর হামলা চালানো হয়। মৃত্যু হয় ২৬ জনের। ঘটনার পর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে সৌদি আরব থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শ্রীনগরে যাওয়ার বার্তা দেন। হামলার পরদিন সকালে দিল্লি ফিরে বিমানবন্দরেই জরুরি বৈঠক করেন মোদী। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কোনওভাবেই ছাড়া পাবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে। ভারতে থাকা পাকিস্তানের নাগরিকদের সেদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী যখন একের পর এক পদক্ষেপ করে চলেছেন, তখন সোশ্যাল মিডিয়ায় তাঁকে খাটো করে দেখানোর চেষ্টার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশে থাকা দরকার কংগ্রেসের। তার বদলে পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে তাদের কণ্ঠে। যা দায়িত্বজ্ঞানহীন। এটা স্পষ্ট যে পাকিস্তানের মন্ত্রী ও কংগ্রেসের নেতাদের বক্তব্যে একইরকম।

কিষাণ রেড্ডি আরও বলেন, এটা খুবই লজ্জার যে কংগ্রেস নেতারা পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিপক্ষে কথা বলছেন। এটা ঘটনা যে কংগ্রেস নেতাদের পোস্টকে রিটুইট করছে পাকিস্তান। তাদের মধ্যে যোগসূত্র তুলে ধরছে এই ঘটনা।

কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি বলেন, “ভারতের প্রত্যেক প্রান্তের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন। পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন। এই সময় প্রধানমন্ত্রী, সরকার এবং ভারতীয় সেনার পাশে দাঁড়ানোর দায়িত্ব ভুলে জঙ্গিদের ভাষায় কথা বলছে।”

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটি পোস্ট করেছে কংগ্রেস। যেখানে হলুদ কুর্তা, সাদা পাজামা ও কালো জুতো পরে একজন দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু, তাঁর দেহ নেই। সেখানে লেখা রয়েছে ‘গায়েব’। এই নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন কিষাণ রেড্ডি। তিনি বলেন, “কিছুদিন আগে পাকিস্তান পন্থী জঙ্গিরা ভগবান শিবের একটি ছবি পোস্ট করেছিল। যেখানে শিবের মাথা ছিল না। তার জায়গায় তাদের পতাকা ছিল।” কিষাণ রেড্ডি প্রশ্ন তোলেন, কংগ্রেস কি পাকিস্তানের নির্দেশ পালন করছে? নাকি পাকিস্তান কংগ্রেসের নির্দেশ পালন করছে? তিনি আরও বলেন, একদিকে রাহুল গান্ধী এবং কংগ্রেস সংসদের যৌথ অধিবেশন ডাকার জন্য অনুরোধ জানাচ্ছেন। আবার তারাই প্রধানমন্ত্রীকে অশ্রদ্ধা করছেন। দেশের ঐক্যকে নষ্টের চেষ্টা করছেন।

পহলেগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী মোদী যেভাবে পদক্ষেপ করছেন, তার প্রশংসা করে কংগ্রেসের তীব্র নিন্দা করেন কিষাণ রেড্ডি। দেশের কল্যাণে দায়িত্ব পালনেরও আর্জি জানান।

কেন্দ্রীয় মন্ত্রী এক্স হ্যান্ডলেও কংগ্রেসকে আক্রমণ করে একটি পোস্ট করেন। প্রধানমন্ত্রীকে টার্গেট করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দেশের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে অশ্রদ্ধা করেছে বলে তিনি আক্রমণ করেন।