Rahul Gandhi: এ কেমন উলট পূরণ! রাহুলের বাইকে লাদাখ সফরের ছবি দেখে প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীদের

Union Ministers Praise Rahul Gandhi: এক্সে (টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করেন কিরণ রিজিজু। তাঁর দাবি, ভিডিয়োটি ২০১২ সালের। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে স্পোর্টস গাড়িগুলি লাদাখের প্যাংগং যাওয়ার পাথর ও বোল্ডার ভরা রাস্তায় হিমশিম খাচ্ছে। ওই ভিডিয়োর সঙ্গেই রাহুল গান্ধীর ছবিও পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে লাদাখের মসৃণ রাস্তায় বাইক চালাতে। 

Rahul Gandhi: এ কেমন উলট পূরণ! রাহুলের বাইকে লাদাখ সফরের ছবি দেখে প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীদের
লাদাখে রাহুল গান্ধী।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 8:11 AM

নয়া দিল্লি: লাদাখে বাইক চালাচ্ছেন এক সুপুরুষ, দেখে চোখ ফেরানো দায়! হেলমেট খুলতেই অবাক। আরে এ তো কোনও ট্রাভেল ভ্লগার বা সেলিব্রেটি নন। এ যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বাবা রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে লাদাখে হাজির হয়েছেন রাহুল গান্ধী। লাদাখের প্য়াংগ্য়ং হ্রদের পাশে অবস্থিত একটি মন্দিরে বাবার নামে পুজো দেবেন তিনি। ওয়েনাডের সাংসদ সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি পোস্ট করতেই শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেস নেতার লাদাখ সফর (Ladakh Visit) নিয়ে এবার প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা। রাজনৈতিক মতাদর্শ যেখানে আলাদা, সেখানে হঠাৎ কেন রাহুলের প্রশংসা করতে শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী-নেতৃত্বরা?

শনিবারই সোশ্যাল মিডিয়ায় মোটর বাইকে করে লাদাখ সফরের ছবি পোস্ট করেন রাহুল গান্ধী। ওই ছবি দেখে প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে হিমালয়ের দুর্গম জায়গাগুলিতে যে অসাধারণ রাস্তা তৈরি করা হয়েছে, তা তুলে ধরার জন্য ধন্যবাদ জানান তিনি।

এক্সে (টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করেন কিরণ রিজিজু। তাঁর দাবি, ভিডিয়োটি ২০১২ সালের। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে স্পোর্টস গাড়িগুলি লাদাখের প্যাংগং যাওয়ার পাথর ও বোল্ডার ভরা রাস্তায় হিমশিম খাচ্ছে। ওই ভিডিয়োর সঙ্গেই রাহুল গান্ধীর ছবিও পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে লাদাখের মসৃণ রাস্তায় বাইক চালাতে।

ওই পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই মোদী সরকার লাদাখে যে অসাধারণ রাস্তা তৈরি করেছে, তার প্রচার করার জন্য।”

কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও বলেন, “৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর লেহ-লাদাখে যে উন্নতি হয়েছে, তা চাক্ষুষ করতে ও প্রচার করতে রাহুল গান্ধী নিজে সফরে গিয়েছেন। ওঁর রোড ট্রিপের ছবি দেখে আমরা অত্যন্ত খুশি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুইদিনের সফরে লেহতে পৌঁছন রাহুল গান্ধী। কিন্তু পরে তিনি সফর আরও চারদিন বাড়িয়ে দেন প্য়াংগং লেক, নুবরা ভ্যালি ও কার্গিল যাওয়ার জন্য। সপ্তাহে শুরুতেই কার্গিল সফরে যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর।