Cyber Attack: বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশনে সাইবার হামলার আশঙ্কা, মোকাবিলায় তৎপর কেন্দ্র

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Updated on: Mar 16, 2023 | 11:17 PM

সাইবার মোকাবিলা ঠেকাতে কেন্দ্র তৎপর এবং হ্যাকিং রুখতে সক্রিয়ভাবে পদক্ষেপ করছে।

Cyber Attack: বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশনে সাইবার হামলার আশঙ্কা, মোকাবিলায় তৎপর কেন্দ্র
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। ফাইল ছবি।

নয়াদিল্লি: সাইবার হামলার (Cyber Attack) কবলে পড়তে পারে বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশনগুলি। বৃহস্পতিবার সংসদে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)। তবে এব্যাপারে কেন্দ্র সতর্ক এবং হ্যাকিং রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, এদিন লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাব দিতেই গিয়েই বৈদ্যুতিন গাড়ির চার্জিং স্টেশনগুলিতে সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি জানান, ভারতে সাইবার নিরাপত্তার ঘটনাগুলি নিরীক্ষণ করে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)। এদের পর্যবেক্ষণেই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে সম্পর্কিত চার্জিং স্টেশনগুলির সাইবার নিরাপত্তা দুর্বলতা ধরা পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, সাইবার হামলা ঠেকাতে কেন্দ্র তৎপর এবং হ্যাকিং রুখতে সক্রিয়ভাবে পদক্ষেপ করছে।

এই খবরটিও পড়ুন

অন্যদিকে, জাতীয় সড়ক সম্পর্কিত আরও একটি প্রশ্নের জবাবে নীতিন গড়কড়ির দাবি, জাতীয় সড়ক নির্মাণে কেন্দ্র একটি লক্ষ্যমাত্রা নিয়েছে। তিনি জানান, গত তিন বছরের তুলনায় চলতি আর্থিক বর্ষ অর্থাৎ ,২০২৩-২৪ সালের ১২,২০০ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে তাঁর মন্ত্রক। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla