Prahlad Joshi on Bihar Election: ‘বিহারে আগের থেকেও বেশি ভোট পাবে বিজেপি’, আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী

Bihar Assembly Election 2025: ১৭ অক্টোবর প্রহ্লাদ যোশী বলেন, "এখনও পর্যন্ত নির্বাচনে আমরা যা সাফল্য পেয়েছি, তার থেকেও বড় সাফল্য পাব এবার। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে যে বিকাশ হয়েছে,আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তা জনগণ দেখেছে।"

Prahlad Joshi on Bihar Election: বিহারে আগের থেকেও বেশি ভোট পাবে বিজেপি, আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।Image Credit source: ANI

|

Oct 18, 2025 | 6:21 AM

পটনা: আগামী মাসেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election 2025)। সেই নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি (BJP)। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী(Prahlad Joshi)-র গলায় শোনা গেল সেই আত্মবিশ্বাসের সুরই। একইসঙ্গে আক্রমণ করলেন আরজেডি এবং কংগ্রেসকে।

শুক্রবার, ১৭ অক্টোবর প্রহ্লাদ যোশী বলেন, “এখনও পর্যন্ত নির্বাচনে আমরা যা সাফল্য পেয়েছি, তার থেকেও বড় সাফল্য পাব এবার। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে যে বিকাশ হয়েছে,আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তা জনগণ দেখেছে। পরিবারতন্ত্র থেকে মুক্তি মিলেছে। মোদীজি ও নীতীশ কুমারের নেতৃত্বকে জনগণ আশীর্বাদ করবে।”

বিরোধী জোটের মধ্যে যে চাপান-উতোর তৈরি হয়েছে ভোটের আগে, তা নিয়ে প্রহ্লাদ যোশী বলেন, “এটা কংগ্রেস আর আরজেডির স্বভাব যে ছোট দলগুলিকে অপমানিত করা। আমাদের সঙ্গেও তো ছোট পার্টিগুলো জোটে শরিক রয়েছে, আমরা সকলের সঙ্গে আলোচনা করে এগিয়েছি। কংগ্রেস-আরজেডি কীভাবে ছোট দলগুলিকে অপমান করেছে, তা সকলে দেখেছে।”

প্রসঙ্গত, এবারের বিহারের নির্বাচন দুই দফায় হবে। আগামী ৬ ও ১১ নভেম্বর ভোটগ্রহণ। ভোটের ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। এনডিএ জোটে বিজেপি ও নীতীশ কুমারের জেডিইউ এবার ১০১টি করে আসনে লড়বে। চিরাগ পাসোয়ানের এলজেপি ২৫টি আসনে লড়বে। বাকি আসনগুলিতে জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা সহ বাকি ছোট দলগুলি লড়বে। অন্যদিকে, বিরোধী জোটে এখনও আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা করা হয়নি। তবে কংগ্রেস, আরজেডি প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে।