Indus water Treaty: ‘এক বিন্দুও জল দেব না’, কীভাবে পাকিস্তানকে শুকিয়ে মারবে ভারত? তৈরি বড় প্ল্যান

Indus Water Treaty: সূত্রের খবর, অমিত শাহের বাসভবনের বৈঠকেই সিন্ধুর জল আটকানো নিয়ে বিস্তারিত পরিকল্পনা আলোচনা হয়েছে। একাধিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আলোচনা করা হয়েছে।

Indus water Treaty: এক বিন্দুও জল দেব না, কীভাবে পাকিস্তানকে শুকিয়ে মারবে ভারত? তৈরি বড় প্ল্যান
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Apr 26, 2025 | 6:48 PM

নয়া দিল্লি: এক বিন্দু জল দেওয়া হবে না পাকিস্তানকে। সিন্ধু জল চুক্তি স্থগিত হতেই হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিলের। পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো যেখানে সিন্ধু দিয়ে রক্ত বইতে দেওয়ার হুমকি দিয়েছেন, সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী সাফ বলেছেন, সিন্ধু জল চুক্তি স্থগিত মানে পাকিস্তান এক বিন্দুও জল পাবে না।

শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে বৈঠক হয়। এই বৈঠকের পরই কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল বলেন, “সিন্ধু জল চুক্তি নিয়ে মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত একদম নায্য এবং জাতীয় স্বার্থেই নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করব যে পাকিস্তানে যেন এক বিন্দু জলও না পায়।”

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুসারে, ভারতের নিয়ন্ত্রণে থাকবে সিন্ধুর পূর্বের তিন উপনদী— বিপাশা (বিয়াস), শতদ্রু (সাতলেজ) এবং ইরাবতী (রাভি)-র জল। সিন্ধু ও তার দুই উপনদী বিতস্তা (ঝিলম), চন্দ্রভাগার (চেনাব) জলের উপরে থাকবে পাকিস্তানের অধিকার।

কীভাবে পাকিস্তানের জল আটকাবে ভারত?

সূত্রের খবর, অমিত শাহের বাসভবনের বৈঠকেই সিন্ধুর জল আটকানো নিয়ে বিস্তারিত পরিকল্পনা আলোচনা হয়েছে। একাধিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আলোচনা করা হয়েছে। পাশাপাশি অবিলম্বে পদক্ষেপ করার মতো ব্লু-প্রিন্টও তৈরি করা হয়েছে।

স্বল্পমেয়াদী ও অবিলম্বে পদক্ষেপ করার ক্ষেত্রে কেন্দ্র ঝিলম ও চেনাবের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি,  সিন্ধুর উপরে যে বাঁধগুলিতে পলি সেচ করা। এতে পাকিস্তানে জলের স্রোত কমে যাবে।

পাকিস্তান ঝিলম ও ইরাবতির উপরে তৈরি হাইড্রো-ইলেকট্রিক প্রজেক্ট নিয়ে আপত্তি তুলছিল। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় ভারত এবার পাকিস্তানের আপত্তিকে পাত্তা না দিয়েই এই প্রকল্পে কাজ করবে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সিন্ধুর উপরে নতুন বাঁধ তৈরি করতে পারে ভারত।

যদি বিশ্ব ব্যাঙ্ক বা অন্য কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠান জলচুক্তি নিয়ে চাপ তৈরি করে, তবে আইনি পথেও হাঁটতে পারে ভারত।