Rath Yatra 2023: রথযাত্রায় পুরীর শঙ্করাচার্যের আশীর্বাদ নিলেন ধর্মেন্দ্র প্রধান ও অশ্বিনী বৈষ্ণব
Rath Yatra 2023: মহা ধুমধাম করে রথযাত্রা পালিত হয় জগন্নাথ ধাম বলে পরিচিত পুরীতে। সেখানকার মন্দির ও রথ দর্শনে প্রতি বছর বহু মানুষ ভিড় করেন।
ওড়িশা: রথযাত্রা উপলক্ষে পুরীর শঙ্করাচার্যের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার ছিল রথযাত্রা। এদিনই শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন দুই মন্ত্রী। ওড়িশার থেকেই এই উৎসবের শুরু। পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষত বাংলায় রথযাত্রার প্রচলন শুরু হয়। এদিন বহু মানুষের সমাগম হয়েছিল পুরীতে।
মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এদিন পুরীর গোবর্ধন পীঠ দর্শন করেছেন তিনি ও তাঁর সহকর্মী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে, অশ্বিনী বৈষ্ণব মূলত পুরী গিয়েছিলেন রথযাত্রার আগে পুরী স্টেশন পরিদর্শন করতে। এই সময় বহু ভক্তের ভিড় হয় পুরীতে। প্রায় ২০ লক্ষ দর্শনার্থীর জন্য ৮৫৭টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পুরী স্টেশনে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই উল্লেখ করেছেন রেলমন্ত্রী। তিন দিনের কর্মসূচি নিয়ে ওড়িশা গিয়েছেন তিনি। সম্প্রতি যে বাহানাগায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সেই স্থল পরিদর্শনেও তিনি যাবেন চলতি মাসে।
The grandeur of Mahaprabhu Jagannath’s Rath Yatra is mesmerising.
Joined millions of devotees in Puri to celebrate #RathYatra. Bow down at the feet of Mahaprabhu. May the omnipotent guide us on the path to ‘Sanmarg’ and bless us all. Jai Jagannath ? #RathaJatra2023 pic.twitter.com/9Oai4dGegr
— Dharmendra Pradhan (@dpradhanbjp) June 20, 2023
উল্লেখ্য, মহা ধুমধাম করে রথযাত্রা পালিত হয় জগন্নাথ ধাম বলে পরিচিত পুরীতে। সেখানকার মন্দির ও রথ দর্শনে প্রতি বছর বহু মানুষ ভিড় করেন। সারা বছর মন্দিরে ভিড় থাকলেও এই কয়েকটা দিন কার্যত তিল ধারনের জায়গা থাকে না। করোনা পরিস্থিতিতে পরপর দু বছর সতর্কতার মধ্যে পালিত হয়েছিল রথযাত্রী। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। জনসমাগম তাই অনেকটাই বেশি।