Heavy rain: বৃষ্টি-বজ্রপাতে একদিনেই মৃত্যু ১৬ জনের, শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি
Heavy rain in Gujarat: অকাল-বৃষ্টিতে বিধ্বস্ত গুজরাট। শীত পড়তে শুরু করেছে। এর মধ্যেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে। আর এই বৃষ্টি ও বজ্রপাতের জেরে একদিনেই মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আহমেদাবাদ: অকাল-বৃষ্টিতে বিধ্বস্ত গুজরাট। শীত পড়তে শুরু করেছে। এর মধ্যেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে গুজরাটের (Gujarat) বিস্তীর্ণ অঞ্চলে। আর এই বৃষ্টি ও বজ্রপাতের জেরে একদিনেই মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। রবিবার বৃষ্টি ও বজ্রপাতের জেরে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাজ্য প্রশাসনের এক আধিকারিক।
প্রশাসন সূত্রে খবর, রবিবার দিনভর রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের জেরে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সুরাটে ২ জন, বানাসকন্ঠায় ২ জন, তাপিতে ২ জন, বারুচে ২ জন এবং দ্বারকা, পঞ্চমহল, সুরেন্দ্রনগর, আমরেলি, মেহসানা, আহমেদাবাদ, সবরকান্থা ও বোতাদে ১ জন করে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কৃষক থেকে ২২ বছরের যুবকও রয়েছে।
রাজ্য আপৎকালীন কেন্দ্রের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৬টা থেকে ১০ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। যার ফলে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে সৌরাষ্ট্র অঞ্চলে বিভিন্ন ফ্যাক্টরিও বন্ধ করে দেওয়া হয়। মোরবিতেও মৃৎশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই অকাল-বৃষ্টি থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। সৌরাষ্ট্র অঞ্চলের মতো আহমেদাবাদ-সহ দক্ষিণ গুজরাটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
