মাদুরাই : দেশে ইতিমধ্যেই দাঁত-নখ বের করতে শুরু করে দিয়েছে করোনা। তার উপর দেশের একাধিক প্রান্তে আম জনতার মধ্যে টিকা নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে। অনেকেই প্রথম ডোজ় নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ় নিচ্ছেন না। আর এরই মধ্যে কড়া ব্যবস্থা নিচ্ছে তামিলনাড়ুর মাদুরাই জেলা প্রশাসনের। করোনা টিকা না নেওয়া থাকলে রাস্তা-ঘাটে বেরোতে পারবেন না। সোমবার থেকেই এই কড়াকড়ি চালু হয়ে যাচ্ছে মাদুরাইতে।
মাদুরাই জেলা কালেক্টরের তরফে জারি করা এক নির্দেশিকায় ওই কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যাঁদের এখনও করোনা টিকাকরণ হয়নি, তাঁরা জেলার কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান, কোনও ব্যাঙ্ক বা অন্য কোনও সাধারণের ব্যবহারযোগ্য জায়গায় প্রবেশ করতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে কড়াকড়ি থাকবে, সেই সব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, মাদুরাইতে যাঁদের টিকা দেওয়া হয়নি, তাঁরা ন্যায্যমূল্যের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, সুপার মার্কেট, থিয়েটার, বিয়েবাড়ি, শপিং মল, জামা-কাপড়ের দোকান, ব্যাঙ্ক এবং মদের দোকান সহ অন্যান্য সর্বজনীন স্থানে প্রবেশ করতে পারবেন না।
নির্দেশিকাও আরও বলা হয়েছে, মাদুরাই জেলা প্রশাসনের তরফে যাঁরা এখনও করোনা টিকা নেননি, তাঁদের টিকাকরণের জন্য নিকটবর্তী টিকাগ্রহণ কেন্দ্রে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই জেলা প্রশাসনের তরফে বলা হয়েছিল, যাঁদের একেবারেই টিকাকরণ থাকবে না, তাঁদের মাদুরাইতে প্রকাশ্য স্থানে যেতে দেওয়া হবে না। মাদুরাই জেলা কালেক্টর অনীশ শেখর ৪ ডিসেম্বর সাংবাদিকদের জানিয়েছেন, “করোনা টিকার অন্তত একটি ডোজ নেওয়ার জন্য সাধারণ নাগরিকদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর পর থেকে যাঁরা একেবারেই টিকা পাননি, সেই সব টিকাবিহীন ব্যক্তিদের হোটেল, শপিং মল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো সর্বজনীন স্থানে প্রবেশ করতে দেওয়া হবে না।”
শেখর জানিয়েছেন, যাঁদের কাছে করোনা টিকার শংসাপত্র রয়েছে, কেবল তাঁদেরই এই সর্বজনীন স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। জেলা শাসক আরও বলেন, মাদুরাইতে প্রায় তিন লাখ মানুষ কোভিড -19 ভ্যাকসিনের একটি ডোজ়ও পাননি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৮ হাজার ৫০৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। একদিনে করোনার বলি হয়েছেন ৩৯৩জন। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৬৬৬ জন। মোট ৯৩ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। এদিকে, দেশে ৯ হাজার ২৬৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৩৩১ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন : Omicron in India: এবার একরত্তির শরীরেও ধরা পড়ল ওমিক্রন, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২