VIDEO: পাসপোর্টের জন্য থানায় গিয়েছিলেন মহিলা, হঠাৎ মাথা ফুঁড়ে গেল পুলিশের গুলিতে
এক পুলিশ অফিসারের সার্ভিস রিভালভার থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে লাগে ওই মহিলার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আলিপুরে। এই ঘটনা ধরা পড়েছে থানার মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
আলিগড়: পাসপোর্ট তৈরির জন্য আবেদন করেছিলেন এক মহিলা। পাসপোর্ট সংক্রান্ত পুলিশি যাচাইয়ের জন্য গিয়েছিলেন থানায়। থানার ভিতরেই তাঁর মাথায় লাগল গুলি। এক পুলিশ অফিসারের সার্ভিস রিভালভার থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে লাগে ওই মহিলার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের আলিপুরে। এই ঘটনা ধরা পড়েছে থানার মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ মহিলার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পুলিশ অফিসার পলাতক।
সিসিটিভি ক্যামেরার ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, থানায় দাঁড়িয়ে রয়েছেন ওই মহিলা। তাঁর পাশে এক ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। টেবিলের অপর প্রান্তে অভিযুক্ত পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিলেন। তাঁর হাতে ছিল একটি ফাইল। সেটিকে টেবিলের উপর রাখলেন তিনি। এর পর অপর এক পুলিশকর্মী অভিযুক্ত পুলিশ অফিসারের হাতে একটি রিভলভার দিলেন। তা নিয়ে হাতে দেখতে গেলেন ওই অফিসার। তার পরই গুলি এসে লাগল মহিলার মাথায়।
Unbelievable. Cop accidentally shoots woman in the head inside police station during passport police verification visit in Aligarh, UP. Woman critical, in ICU. pic.twitter.com/ZbjowHNTzg
— Shiv Aroor (@ShivAroor) December 8, 2023
যদিও থানার মধ্যে গুলিবিদ্ধ মহিলার পরিবারের লোকেদের অভিযোগ পাসপোর্টের পুলিশি যাচাইয়ের জন্য মহিলার থেকে বার বার টাকা চাওয়া হচ্ছিল। এ নিয়ে পুলিশ অফিসারের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল বলেও অভিযোগ। এ বিষয়ে আহত মহিলার এক আত্মীয় বলেছেন, “পাসপোর্ট সংক্রান্ত কাজে থানায় গিয়েছিলেন তিনি। তাঁকে টাকা দিতে বলেছিল পুলিশ। কিন্তু কত টাকা দাবি করা হয়েছিল, তা জানি না। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছিল।” জানা গিয়েছে, গুলিবিদ্ধ মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পুলিশ অফিসার পলাতক।
ঘটনা নিয়ে আলিগড়ের পুলিশ সুপার বলেছেন, “ইনস্পেক্টর মনোজ শর্মাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল কেস দায়ের হয়েছে। আহত মহিলার চিকিৎসা চলছে। ঘটনার ভিডিয়ো খতিয়ে দেখা হচ্ছে।” অভিযুক্ত পুলিশ অফিসারের খোঁজার জন্য একটি দলগঠন করা হয়েছে বলেও জানা গিয়েছে।