করোনায় মৃতের সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার, অভিযোগ অখিলেশের

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 11, 2021 | 5:50 PM

যোগীর বিরুদ্ধে করোনায় মৃতের সংখ্যা লুকিয়ে রাখার অভিযোগ করলেন সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব।

করোনায় মৃতের সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার, অভিযোগ অখিলেশের
ফাইল চিত্র

Follow Us

লখনউ: এগিয়ে আসছে উত্তর প্রদেশ (Uttar Pradesh) নির্বাচনের দিনক্ষণ। তার সঙ্গেই বাড়ছে আক্রমণ-প্রতি আক্রমণ। একের পর এক ইস্যুতে যোগী আদিত্যনাথকে বিঁধছে বিরোধীরা। নির্বাচনমুখী উত্তর প্রদেশে করোনা নিয়ে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথকে। সে রাজ্যে গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে করোনায় মৃতের দেহ, অন্তত এমনটাই অভিযোগ বিরোধীদের।

এ বার যোগীর বিরুদ্ধে করোনায় মৃতের সংখ্যা লুকিয়ে রাখার অভিযোগ করলেন সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, সরকার মানুষকে সাহায্য করতে চায় না। তাই সঠিক করোনায় মৃতের সংখ্যা প্রকাশ করছে না রাজ্য সরকার। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে শিক্ষকদের মৃত্যু নিয়েও সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অখিলেশ।

তিনি বলেন, “সরকার বলেছে স্রেফ ৩ জন শিক্ষক নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। পরে বিরোধী ও শিক্ষক সংগঠনের দাবিতে সরকার মৃতের সংখ্যা মানতে বাধ্য হয়েছে।” তিনি জানান, শিক্ষক সংগঠনের তথ্য অনুযায়ী ১,৬০০ শিক্ষক ও শিক্ষাকর্মী প্রাণ হারিয়েছেন। যার ৯০ শতাংশই নির্বাচনী দায়িত্বে ছিলেন। তবে এত সংখ্যক শিক্ষকের মৃত্যু, করোনার কারণে তা মানতে নারাজ উত্তর প্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই মৃত্যুকে করোনায় মৃত্যু বলে ধরে নেওয়া চলবে না।

প্রসঙ্গত, ২০২২ সালেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। এ বার করোনা আবহে যোগী খানিকটা বিপত্তিতে আছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু তার কোনও প্রভাব পড়েনি জেলা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচনে। উভয় নির্বাচনেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। পাশাপাশি বাইশের নির্বাচনকে লক্ষ্য করেই যোগী জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে এসেছেন বলেই মত বিশ্লেষকদের। আরও পড়ুন: জন্ম নিয়ন্ত্রণ আইনে ‘স্টেপ আউট’ যোগীর, ‘চক্রান্তের’ দাবি বিরোধীদের

Next Article
জন্ম নিয়ন্ত্রণ আইনে ‘স্টেপ আউট’ যোগীর, ‘চক্রান্তের’ দাবি বিরোধীদের
সরকারের কাজ ওঁরা করে দেখান, তাও আবার পেনশনের টাকা দিয়ে