Crime News: বাড়িতে দুটো বউ, লিভ-ইন পার্টনারকে খুন করে ট্রাঙ্কে ভরে জ্বালিয়ে দিলেন প্রাক্তন রেলকর্মী
Crime News: তবে যে গাড়িতে করে ট্রাঙ্কটি পাঠাচ্ছিলেন, সেই গাড়ির চালকের সন্দেহ হয়। ওই ব্যক্তির আচরণ ও ট্রাঙ্কের ভিতরে কী রয়েছে, তা নিয়ে সন্দেহ হওয়ায়, তিনি ট্রাঙ্কটি গাড়ি থেকে নামিয়ে রেখে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। পুলিশ এসে ট্রাঙ্ক খুলতেই দেখে ভিতরে পোড়া হাড়গোড় ও দেহাংশ রয়েছে।

লখনউ: প্রেমের সম্পর্কে ভয়ঙ্কর পরিণতি। লিভ ইন সঙ্গীকে খুন করে ট্রাঙ্কে ভরলেন প্রেমিক, তারপর সেই ট্রাঙ্ক জ্বালিয়ে দিলেন। দেহের পোড়া ছাই নিয়ে গিয়ে নদীতে ফেলে দেন। এরপর সেই ট্রাঙ্ক নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিজের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসিতে। একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তের নাম রাম সিং পারিহার। তাঁর দুই স্ত্রী রয়েছে। তারপরও প্রীতি নামক আরেক যুবতীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রীতি প্রায়সময়ই ওই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করত। লক্ষাধিক টাকাও নিয়েছিল। সম্প্রতিই আবার টাকা চাইতেই লিভ ইন সঙ্গীকে খুন করেন রাম সিং।
খুনের পর তাঁর দেহ একটি ট্রাঙ্কে ভরে জ্বালিয়ে দেন, ছাই বস্তায় ভরে নদীতে ফেলে আসেন। বাকি যেটুকু দেহের অংশ পড়ে ছিল, হাড়-গোড়গুলি ভরে ওই ট্রাঙ্ক পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন নিজের দ্বিতীয় স্ত্রী গীতার বাড়িতে পাঠিয়ে দেওয়ার।
তবে যে গাড়িতে করে ট্রাঙ্কটি পাঠাচ্ছিলেন, সেই গাড়ির চালকের সন্দেহ হয়। ওই ব্যক্তির আচরণ ও ট্রাঙ্কের ভিতরে কী রয়েছে, তা নিয়ে সন্দেহ হওয়ায়, তিনি ট্রাঙ্কটি গাড়ি থেকে নামিয়ে রেখে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। পুলিশ এসে ট্রাঙ্ক খুলতেই দেখে ভিতরে পোড়া হাড়গোড় ও দেহাংশ রয়েছে।
এদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পুলিশ তাঁর ছেলে সহ দুইজনকে আটক করেছে। পুলিশের অনুমান, গত ৮ জানুয়ারি পারিহার তাঁর লিভ ইন সঙ্গীকে খুন করেন। এক প্রতিবেশীও জানিয়েছেন যে কয়েকদিন ধরে ওই ব্যক্তি কাঠ নিয়ে আসছিলেন। রাতে বাড়ি থেকে বিকট পোড়া গন্ধও পান, তবে তারা ভেবেছিলেন যে শীতের রাতে উষ্ণ থাকতেই হয়তো কাঠ পোড়াচ্ছেন। নিহত ওই মহিলার প্রাক্তন স্বামী পুলিশ এফআইআর দায়ের করেছেন।
