করোনার চোখরাঙানিতে ৪ মে থেকে ভারতের সঙ্গে উড়ান সংযোগ বিচ্ছিন্ন করল আমেরিকাও

ঈপ্সা চ্যাটার্জী |

May 01, 2021 | 7:04 AM

শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়, আগামী ৪ থেকে ভারত থেকে আগত সমস্ত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

করোনার চোখরাঙানিতে ৪ মে থেকে ভারতের সঙ্গে উড়ান সংযোগ বিচ্ছিন্ন করল আমেরিকাও
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: ভারতে লাগাতার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বার আমেরিকাও উড়ান সংযোগ বিচ্ছিন্ন করল। শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়, আগামী সপ্তাহ অর্থাৎ ৪ মে থেকে ভারত থেকে আগত সমস্ত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হল।

ভারতে যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ভয়ে ইতিমধ্যেই একাধিক দেশ ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ বার সেই পথেই হাটল আমেরিকাও।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্ন্সকি একটি বিবৃতি পেশ করে বলেন, “অত্যাধিক মাত্রায় আক্রান্তের হার ও বিভিন্ন ভ্যারিয়েন্টের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতে। সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরামর্শে প্রশাসনের তরফে আপাতত ভারতের সঙ্গে উড়ান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।” আগামী ৪ মে থেকে এই নিয়ম অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে।

সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর প্রথম ব্রিটেনের তরফে ভারতের সঙ্গে উড়ান সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর দুবাইয়ের সঙ্গেও ১০ দিনের জন্য উড়ান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। কানাডাও ভারত ও পাকিস্তানের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে। এ বার তালিকায় নাম লেখাল আমেরিকাও।

আরও পড়ুন: অনর্গল বেরোচ্ছে কালো ধোঁয়া, মধ্যরাতে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুনে মৃত কমপক্ষে ১২

Next Article