অনর্গল বেরোচ্ছে কালো ধোঁয়া, মধ্যরাতে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুনে মৃত ১৮

জানা গিয়েছে, শুক্রবার রাত একটা নাগাদ চারতলা হাসপাতালটির পরথম তলে আগুন লাগে। ৫০ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্য়ু হয়েছে ১২ জনের।

অনর্গল বেরোচ্ছে কালো ধোঁয়া, মধ্যরাতে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুনে মৃত  ১৮
বের করে আনা হচ্ছে করোনা রোগীদের। ছবি:ANI
Follow Us:
| Updated on: May 01, 2021 | 7:41 AM

ভারুচ: ফের কোভিড হাসপাতালে আগুন। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন রোগীর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। শুক্রবার মধ্যরাতে আচমকাই আগুন লাগে গুজরাটের ভারুচের একটি হাসপাতালে। ঘটনাস্থলে দমকল এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও বাঁচানো যায়নি ১৮ জন রোগীকে।

ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্রাসীন চূড়াসামা জানান, ভারুচ-জাম্বুসার হাইওয়ের উপর অবস্থিত ওই হাসপাতালটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত। শুক্রবার রাত একটা নাগাদ আচমকাই আগুন লাগে। সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন ৬০ জনেরও বেশি রোগী।

আগুন লাগার ঘটনা নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ দমকলে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থান পৌঁছয় দমকল। স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাসপাতালের ভিতর থেকে উদ্ধার করে আনা হয় ৫০ জন রোগীকে। তবে আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জন রোগীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।  পরে সকাল সাড়ে ছটা নাগাদ পুলিশের তরফে জানানো হয় যে মৃতের সংখ্যা বেড়ে ১৮-এ পৌঁছেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

এর আগে মুম্বইয়েও দুবার দুটি কোভিড হাসপাতালে আগুন লাগে এবং একাধিক রোগী মৃত্যু হয়। এই বিষয়ে একটি মামলার শুনানিতে আদালতের তরফেও বলা হয় যে, হাসপাতালগুলিকে জতুগৃহ করে রাখা যাবে না।

আরও পড়ুন: মায়ের মৃতদেহ ‘আগলে’ ক্ষুধার্ত একরত্তি, করোনার ভয়ে মানবিকতা জলাঞ্জলি দিলেন ‘হৃদয়হীন’ প্রতিবেশীরা