JD Vance India Visit: অক্ষরধাম মন্দিরে গিয়ে মুগ্ধ জেডি ভান্স, কুর্তা-আনারকলিতে ভারতীয়ই হয়ে উঠল তাঁর সন্তানরা
JD Vance: শুধু অক্ষরধাম মন্দিরই নয়, পাশাপাশি আগ্রার তাজমহল এবং রাজস্থানের আমের ফোর্ট সহ একাধিক দর্শনীয় স্থানে ঘুরতে যাবেন জেডি ভান্স ও তাঁর পরিবার। আজ রাতেই তাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়া দিল্লি: সপরিবারে ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। দিল্লিতে পা রেখেই তিনি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে যান। আগ্রার তাজমহলেও যাবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকও করবেন তিনি।
সোমবার সকালেই ভারতে পা রাখেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সঙ্গে এসেছেন স্ত্রী উষা ভান্স ও তিন সন্তান ইভান, বিবেক ও মিরাবেল। পাঞ্জাবি, আনারকলি-ভারতীয় পোশাকে দেখা যায় ভান্সের তিন সন্তানকে। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে পালাম টেকনিক্যাল বিমানবন্দরে স্বাগত জানাতে যান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
ভারতে এসে ভান্স পরিবারের প্রথমেই যান অক্ষরধাম মন্দিরে। ঘুরে দেখেন মন্দির। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে গেস্ট বুকে লেখেন, “এই সুন্দর জায়গায় আমায় ও আমার পরিবারকে স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ। এত নিঁখুতভাবে ও যত্ন সহকারে মন্দির তৈরির করার সমস্ত কৃতিত্বই ভারতের। বিশেষ করে আমার সন্তানদের খুব ভাল লেগেছে।”
The U.S. Vice President JD Vance, Second Lady Usha Vance & their children visited Swaminarayan Akshardham in Delhi—their first stop in India—experiencing its majestic art, architecture & timeless values of faith, family & harmony.#USIndiaRelations#BAPS #Akshardham pic.twitter.com/An5JzPdv6I
— Swaminarayan Akshardham – New Delhi (@DelhiAkshardham) April 21, 2025
শুধু অক্ষরধাম মন্দিরই নয়, পাশাপাশি আগ্রার তাজমহল এবং রাজস্থানের আমের ফোর্ট সহ একাধিক দর্শনীয় স্থানে ঘুরতে যাবেন জেডি ভান্স ও তাঁর পরিবার। আজ রাতেই তাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জেডি ভান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

