AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছর পনেরোর ভাইঝির প্রেমে হাবুডুবু খাচ্ছেন কাকা, জানাজানি হতেই এমন কাজ করলেন যে কোমরে টান পড়ল গোটা পরিবারের

Police Case:

বছর পনেরোর ভাইঝির প্রেমে হাবুডুবু খাচ্ছেন কাকা, জানাজানি হতেই এমন কাজ করলেন যে কোমরে টান পড়ল গোটা পরিবারের
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 15, 2024 | 6:36 PM
Share

লখনউ:  প্রেম মানে না কোনও বাধা। তাই বলে নিজের ভাইঝিরই নাকি প্রেমে পড়লেন কাকা। এমনই সেই প্রেম যে পরিবারের আপত্তিও কানে তুললেন না কেউ। দুজনের মধ্যে প্রেম এতটাই গভীর হয়ে যায় যে বিচ্ছেদের ভয়ে চরম পদক্ষেপ নিয়ে নিলেন। স্তম্ভিত পরিবারের সকলে। শেষে থানা পর্যন্ত গড়াল ঝামেলা।

উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় বাসিন্দা এক ব্যক্তি তাঁর ভাইঝির প্রেমে পড়েন। ভাইঝির বয়স আবার ১৫ বছর। নাবালিকা ভাইঝির প্রেমেই হাবুডুবু খাচ্ছিলেন তিনি। কিন্তু সমস্য়া বাধে পরিবারে জানাজানি হয়ে যাওয়ার পর। পরিবারের তরফে আপত্তি তোলা হয় এই সম্পর্ক নিয়ে।

এদিকে এরাও নাছোড়বান্দা। পরিবারের অমতেই প্রেমের সম্পর্ক বজায় রাখেন। এই নিয়ে অশান্তি চরমে পৌঁছয়। এমনকী, কিশোরীর অন্যত্র বিয়ে দেওয়ার পরিকল্পনাও শুরু হয়। একে-অপরকে ছেড়ে থাকতে হবে, এই কথা ভেবেই চরম পদক্ষেপ করেন ওই ব্যক্তি। বিষ কিনে এনে, পানীয়ে মিশিয়ে খাওয়ান ভাইঝিকে। তারপর নিজেও সেই বিষপান করেন। বর্তমানে হাসপাতালে ভর্তি দুইজন। তাদের দুইজনের অবস্থাই সঙ্কটজনক। পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ওই যুগল বিষপান করে। পরিবারের সদস্যরাই তাদের নিয়ে প্রথমে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে, জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা হাসপাতালেই পুলিশ এলে, ওই ব্যক্তি অনুরোধ করেন, “যে করে হোক, আমাদের বাঁচান। আমরা একসঙ্গে বাঁচতে চাই, একসঙ্গে মরতে চাই”। এরপরই পুলিশে মামলা দায়ের হয়।