Minor Abuse: নাবালিকার গোপনাঙ্গে মিলল কাঠের টুকরো, তদন্তে নামল পুলিশ
Uttar Pradesh: ওই নাবালিকা কী ভাবে আঘাত পেল, তার উপর অত্যাচার হয়েছে কি না তা জানার জন্য ওই মহিলাকে আটক করেছে পুলিশ।
কানপুর: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক নাবালিকা। ওই নাবালিকার উপর শারীরক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। তার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের দাগ রয়েছে। এমনকি ১১ বছরের ওই নাবালিকার গোপনাঙ্গ থেকে একটি কাঠের টুকরোও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, ওই নাবালিকাকে দত্তক নিয়েছিলেন এক মহিলা। তাঁর দাবি ভাইয়ের সঙ্গে মারামারিতে আঘাত লেগেছে ওই নাবালিকার। যদিও তার কথার মধ্যে অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই নাবালিকা কী ভাবে আঘাত পেল, তার উপর অত্যাচার হয়েছে কি না তা জানার জন্য ওই মহিলাকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালানো হচ্ছে। উত্তর প্রদেশের কানপুরে ঘটেছে এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার মা বছর খানেক আগে মারা যায়। এর পর তার বাবা তাকে ফেলে চলে যায়। এর পর থেকে একটি শেল্টার হোমে থাকত ওই নাবালিকা। সেখানে থেকেই তাকে দত্তক নেন কানপুরের ধুমানগঞ্জ এলাকার এক মহিলা। ওই মহিলার স্বামী একটি স্কুলের শিক্ষক বলেও জানা গিয়েছে। ওই নাবালিকার অভিযোগ, ঠিক মতো তাঁকে খেতে দেওয়া হত না। নিয়মিত উপোস করত সে। মাসের অর্ধেক দিনই পর্যাপ্ত খাবার মিলত না তার।
ওই নাবালিকার আঘাতের ব্যাপারে সিদ্ধার্থ পাণ্ডে নামের চিকিৎসক বলেছেন, “এক্স রে রিপোর্টে দেখা গিয়েছে ওই নাবালিকার দেহে পুরনো ও নতুন একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মহিলা চিকিৎসক নাবালিকার গোপনাঙ্গ থেকে কাঠের টুকরোও পেয়েছেন। তার হাতও ভাঙা ছিল। আমরা পুলিশকে জানিয়েছে বিষয়টি।” এই ঘটনা নিয়ে ধুমানাগঞ্জ থানার স্টেশন হাউস অফিসার বলেছেন, “নাাবলিকার পালিতা মাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আহত নাবালিকার চিকিৎসা চলছে। ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”