AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PICTURE: জেল থেকে ছাড়া পেয়েই প্রকাশ্যে ধর্ষিতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ধর্ষকের

Uttar Pradesh Rape survivor hacked to death: মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটল উত্তর প্রদেশের কৌশাম্বি জেলার ধেরহা গ্রামে। মাত্র মাস দুই আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা বলেছিলেন, "যারা মহিলাদের হেনস্থা করে বা তাঁদের ক্ষতি করে, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন স্বয়ং যমরাজ।" এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে, আর কবে মুখ তুলে চাইবেন 'যমরাজ'?

PICTURE: জেল থেকে ছাড়া পেয়েই প্রকাশ্যে ধর্ষিতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ধর্ষকের
ত্রস্ত গ্রামবাসীদের সামনেই তরুণী কুপিয়ে খুন ধর্ষনে অভিযুক্তদের Image Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 3:33 PM
Share

লখনউ: প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন ১৯ বছরে তরুণী। আর তাঁকে একটি ধারালো কুড়ুল নিয়ে ধাওয়া করেছে দুই দুষ্কৃতী। একসময় তারা তাঁকে ধরে ফেলে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করল। অসহায়ভাবে দেখা ছাড়া উপায় ছিল না আতঙ্কিত গ্রামবাসীদের। আততায়ীরা দুজন সম্পর্কে পরস্পরের ভাই। তাদের, একজনের বিরুদ্ধে নিহত তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ছিল। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটল উত্তর প্রদেশের কৌশাম্বি জেলার ধেরহা গ্রামে। মাত্র মাস দুই আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা বলেছিলেন, “যারা মহিলাদের হেনস্থা করে বা তাঁদের ক্ষতি করে, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন স্বয়ং যমরাজ।” এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে, আর কবে মুখ তুলে চাইবেন ‘যমরাজ’? মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে উত্তর প্রদেশ সরকারের ব্যর্থতার রেকর্ড নিয়ে ফের নিন্দা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে এদিন একেবারে প্রধান সড়কের উপর কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ওই তরুণীকে। হত্যাকারীরা হল পবন নিষাদ এবং অশোক নিষাদ। তিন বছর আগে, যখন ওই তরুণী নাবালিকা ছিল, সেই সময় পবনের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পবনকে বেশ কয়েক বছর জেলও খাটতে হয়। তবে প্রথম থেকেই পবন ও তাঁর সহযোগীরা মামলাটি প্রত্যাহার করার জন্য তরুণী ও তাঁর পরিবারকে চাপ দিচ্ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের কয়েকদিন আগেই জামিনে মুক্তি পেয়েছিল পবন। আর পবনের ভাই, অশোক নিষাদও একটি অন্য হত্যা মামলায় অভিযুক্ত। দুই দিন আগেই সেও জামিনে ছাড়া পেয়েছিল।

এদিন সকালে গবাদি পশু চরাতে যাওয়ার সময় ওই তরুণী এবং তার পরিবারের রাস্তা আটকেছিল দুই ভাই। মামলাটি বন্ধ করার জন্য চাপ দেয় তারা। কিন্তু, তরুণীটি পিছিয়ে আসতে অস্বীকার করেন। এরপরই পবন ও অশোক তাঁকে কুড়ুল নিয়ে তাড়া করেছিল। কুপিয়ে খুনের পর তারা সেখান থেকে পালায়। এখনও তাদের সন্ধান পায়নি পুলিশ। তরুণীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। কৌশাম্বীর পুলিশ সুপার , ব্রিজেশ শ্রীবাস্তব বলেছেন, “পুরনো শত্রুতা ও মামলা-মোকদ্দমা নিয়ে একই সম্প্রদায়ের দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এক পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে মেয়েটিকে খুন করেছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

এই হত্যাকাণ্ড যোগী রাজ্যে রাজনৈতিক দ্বন্দ্বেরও সূত্রপাত ঘটিয়েছে। বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তরুণীর দেহের ভিডিয়ো পোস্ট করে বলা হয়েছে, “কৌশাম্বীতে, দুই দুষ্কৃতী প্রকাশ্যে একটি মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। একজন অপরাধী মাত্র দুদিন আগে একটি হত্যা মামলায় জামিনে ছাড়া পেয়েছিল। অন্যজনের বিরুদ্ধে মৃত মেয়েটিকে ধর্ষণের অভিযোগ রয়েছে। উত্তর প্রদেশে দুষ্কৃতীরা এতটাই নির্ভীক যে তাদের আইনের ভয় নেই। তারা কাউকে সম্মান করে না। এখানে মেয়েরা এতটাই অসুরক্ষিত যে তারা তাদের ইজ্জত লুন্ঠন নিয়ে সরব হলে তাদের প্রাণও হারাতে হতে পারে। অন্ধকার নগরীর এই আঁধার কবে কাটবে?”