AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খোলা চুল, চোখ টকটকে লাল! খাটিয়ায় স্বামীকে বেঁধে…বৌদিকে যে রূপে দেখল দেওর

Crime: নেপাল মদ্যপ ছিলেন। রোজই মদ্যপান নিয়ে তাঁর স্ত্রী বিনীতার সঙ্গে অশান্তি লেগে থাকত। স্ত্রীকে মারধরও করতেন নেপাল। বুধবারও মদ্য়পান করে এলে স্বামী-স্ত্রীর মধ্য়ে ঝামেলা শুরু হয়। রাগের বশেই বিনীতা চরম পদক্ষেপ করেন।

খোলা চুল, চোখ টকটকে লাল! খাটিয়ায় স্বামীকে বেঁধে...বৌদিকে যে রূপে দেখল দেওর
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: May 23, 2024 | 6:55 AM
Share

লখনউ: আকণ্ঠ মদ্যপান করে রোজ বাড়ি ফিরত স্বামী। টলতে টলতে কোনওদিন রাস্তাঘাটেই পড়ে থাকত। তুলে বাড়িতে আনলেও, স্ত্রীর কপালে জুটত কেবলই গালমন্দ আর মার। রোজ রোজ এক অশান্তি, অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যুবতী। রাগের বশে শেষে নিয়ে ফেললেন চরম সিদ্ধান্ত। বৌমার রুদ্রমূর্তি দেখে ভয়ে সিঁটিয়ে রইলেন পরিবারের লোকজন। চোখের সামনে ছেলেকে শেষ হয়ে যেতেও কিছু করতে পারলেন না তাঁরা।

মদ্যপান নিয়ে রোজ ঝামেলার জেরে এক মহিলার বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে। কানোবি গ্রামের বাসিন্দা নেপাল সিং (৩৫)-র রক্তাক্ত দেহ উদ্ধার করে তাঁর ভাই ধর্মেন্দ্র। এরপরই পুলিশে খবর দেন। অভিযোগের আঙুল তোলেন বৌদির দিকে।

জানা গিয়েছে, নেপাল মদ্যপ ছিলেন। রোজই মদ্যপান নিয়ে তাঁর স্ত্রী বিনীতার সঙ্গে অশান্তি লেগে থাকত। স্ত্রীকে মারধরও করতেন নেপাল। বুধবারও মদ্য়পান করে এলে স্বামী-স্ত্রীর মধ্য়ে ঝামেলা শুরু হয়। রাগের বশেই বিনীতা চরম পদক্ষেপ করেন। নেপালকে বাড়ির বাইরে খাটিয়ায় শুইয়ে তাঁর হাত-পা বেঁধে, লাঠি দিয়ে মারধর শুরু করে। ক্রমাগত মারধরের জেরে মৃত্য়ু হয় নেপালের।

এই ঘটনায় নিহত নেপাল সিংয়ের ভাই ধর্মেন্দ্র বিলারির অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।