টিকাপ্রাপ্ত হলে তবেই বিয়ে! ‘উপহার কি বুস্টার ডোজ়?’ প্রশ্ন শশীর

সুমন মহাপাত্র | Edited By: tista roychowdhury

Jun 09, 2021 | 7:12 PM

শশী লিখেছেন, "ভ্যাকসিনেটেড কন্যার জন্য ভ্যাকসিনেটেড বর। কোনও সন্দেহই নেই যে উপযুক্ত উপহার হবে বুস্টার ডোজ়। এটাই কি নিউ নর্ম্যাল হতে চলেছে?"

টিকাপ্রাপ্ত হলে তবেই বিয়ে! উপহার কি বুস্টার ডোজ়? প্রশ্ন শশীর
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারতের হাতে এখন করোনার তিনটি অনুমোদিত প্রতিষেধক (COVID Vaccine)। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পাশাপাশি স্পুটনিক ভি দিয়েও শুরু হয়ে করোনা টিকাকরণ। টিকার যে চাহিদা ভারতে রয়েছে, সেই পরিমাণে জোগান নেই। ফলে টিকার আকাল দেখা দিয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে নিজের মেয়ের বিয়ের জন্য বাবার দেওয়া এক বিজ্ঞাপন ভাইরাল। বিবাহ বিজ্ঞাপনে একাধিক শর্তের সঙ্গে একটি শর্ত হল পাত্রকে কোভিশিল্ডের দু’টি ডোজ় নিয়ে থাকতে হবে। দেশে টিকা সঙ্কটের সময় মেয়ের জন্য বাবার এই বিজ্ঞাপন চোখ এড়ায়নি কংগ্রেস সাংসদ শশী থরুরেরও।

 

বিজ্ঞাপনের ছবি টুইট করে শশী লিখেছেন, “ভ্যাকসিনেটেড কন্যার জন্য ভ্যাকসিনেটেড বর। কোনও সন্দেহই নেই যে উপযুক্ত উপহার হবে বুস্টার ডোজ়। এটাই কি নিউ নর্ম্যাল হতে চলেছে?” সাংসদের এই টুইট রাজনৈতিক মহলে যথেষ্ট প্রভাব ফেলেছে। দেশ বারবার টিকা নীতি বদলে অবশেষে ২১ জুন থেকে বিনামূল্যে টিকা দেওয়ার পদ্ধতিতে থিতু হয়েছে। খোদ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে জানিয়েছেন, দেশে সকলে বিনামূল্যে করোনা প্রতিষেধক পাবেন। কিন্তু টিকার জোগান কই? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, দেশে টিকার এই আকালের জন্য কেন্দ্রকে কটাক্ষ করে এই টুইট করেছেন শশী।

যদি টিকাকরণ স্বাভাবিক হত, তাহলে পাত্রীর জন্য টিকাপ্রাপ্ত পাত্র খুঁজতে হত না কোনও বাবাকে। সাধারণ নিয়মেই সকলে ভ্যাকসিন পেলে বিজ্ঞানে টিকা কখনওই বিয়ের শর্ত হয়ে উঠত না। অনেকে টিকা পাচ্ছেন না বলেই টিকাপ্রাপ্ত পাত্র খুঁজতে হচ্ছে। যিনি এই বিজ্ঞাপন দিয়েছিলেন, তাঁর অবশ্য দাবি সচেতনতা বৃদ্ধির জন্যই তিনি এই বিজ্ঞাপন দিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, টিকা নেওয়ার জন্য উৎসাহিত করার জন্যই তিনি ওই বিজ্ঞাপন দিয়েছিলেন। ভাইরাল হওয়ার কথা তিনি ভাবেননি। কিন্তু পরবর্তীকালে এই বার্তা অনেকের কাছে পৌঁছে যাওয়ায় খুশি তিনি।

আরও পড়ুন: ‘বিজেপিই একমাত্র জাতীয় দল’, কংগ্রেস ছেড়ে শাসকদলে যোগ দিয়েই বিস্ফোরক জীতিন প্রসাদ

Next Article