‘বিজেপিই একমাত্র জাতীয় দল’, কংগ্রেস ছেড়ে শাসকদলে যোগ দিয়েই বিস্ফোরক জীতিন প্রসাদ
২০১৯ সালেই জীতিনের দলত্যাগের জল্পনা শুরু হলেও সেই সময় প্রিয়ঙ্কা গান্ধী বঢরার মধ্যস্থতায় তিনি দলেই থেকে গিয়েছিলেন। তবে কংগ্রেসের বিক্ষুব্ধ ২৩ নেতা, যারা জি-২৩ নামে পরিচিত, তাদের মধ্যে অন্যতম ছিলেন জীতিন।
নয়া দিল্লি: উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল কংগ্রেস। এক সময়ে রাহুল গান্ধীর ঘনিষ্ট তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদ কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এ দিন তাঁকে বিজেপিতে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল।
দীর্ঘ ২০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত জীতিন এ দিন বিজেপিতে যোগ দিয়ে বলেন, “কংগ্রেসের সঙ্গে আমার পরিবারের তিন প্রজন্মের সম্পর্ক। বহু চিন্তাভাবনার পরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বিগত ৮-১০ বছর ধরেই আমার মনে হয়েছে যে যদি সত্যিই কোনও জাতীয় দল থাকে, তবে তা বিজেপি। বাকি রাজনৈতিক দলগুলি আঞ্চলিক রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ।” প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “দেশের উন্নয়নের লক্ষ্যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিই উঠে দাঁড়িয়েছে।”
২০১৯ সালেই জীতিনের দলত্যাগের জল্পনা শুরু হলেও সেই সময় প্রিয়ঙ্কা গান্ধী বঢরার মধ্যস্থতায় তিনি দলেই থেকে গিয়েছিলেন। তবে কংগ্রেসের বিক্ষুব্ধ ২৩ নেতা, যারা জি-২৩ নামে পরিচিত, তাদের মধ্যে অন্যতম ছিলেন জীতিন।
I have a three-generation connection with Congress, so I took this important decision after a lot of deliberation. In the last 8-10 years I have felt that if there is one party that is truly national, it is BJP. Other parties are regional but this is national party: Jitin Prasada pic.twitter.com/j3yc31QakL
— ANI (@ANI) June 9, 2021
দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পরও সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোটকে তিনি ভাল চোখে দেখেননি। এই বিষয়ে তিনি টুইট করেও পরোক্ষে সমালোচনা করেছিলেন।
আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই প্রাক্তন সাংসদের দলত্যাগ কংগ্রেসের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: কর্মীদের টিকাকরণে গতি আনতে কেন্দ্রকে চিঠি, ১০ লক্ষ টিকার আবেদন জানাল কোল ইন্ডিয়া