
কলকাতা: শুরুতেই হিট বন্দে ভারত স্লিপার ট্রেন। প্রথম দিনেই যাত্রীদের থেকে মিলল বিপুল সাড়া। কয়েক ঘণ্টাতেই হাওড়া-কামাখ্যা রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) সমস্ত টিকিট বুকিং হয়ে গেল। আস্ত একটা ট্রেনের টিকিট বুকিং শেষ হতে একদিনও সময় লাগেনি, যা রীতিমতো চমকপ্রদ।
১৭ জানুয়ারি মালদা স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, আজ, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের। আজ কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশে ছাড়বে ট্রেনটি। আগামিকাল, ২৩ জানুয়ারি থেকে হাওড়া থেকেও এই ট্রেন চালু হবে।
গত ১৯ জানুয়ারি এই ট্রেনের জন্য বুকিং চালু করা হয়। অনলাইন রিজার্ভেশন সিস্টেম এবং প্ল্যাটফর্ম- দুই জায়গা থেকেই বুকিং শুরু হয়। আর বুকিং চালু হতে না হতেই বিপুল সাড়া মেলে। ২৪ ঘণ্টার মধ্যেই কামাখ্য়া-হাওড়া বন্দে ভারত স্লিপারের প্রতিটি ক্লাস অর্থাৎ ৩এসি, ২এসি ও ১এসি-র সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
নতুন এই স্লিপার ট্রেনে বাংলার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সংযোগ আরও মজবুত হল। বুধবার বাদে সপ্তাহের প্রতিদিনই এই ট্রেন চলবে। মাত্র ১৪ ঘণ্টাতে এই ট্রেনে চেপে হাওড়া থেকে অসমে পৌঁছে যাওয়া যাবে। এটাই এই রুটের সবথেকে দ্রুতগামী ট্রেন। মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার স্টেশনেও দাঁড়াবে এই ট্রেন। ফলে উত্তরবঙ্গের যাত্রীদেরও দারুণ সুবিধা হবে।
মোট ১৬টি কোচ রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন এই ট্রেনে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগ এই ট্রেনের, রয়েছে কবচ সিস্টেমের মতো অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা। এছাড়া ট্রেনে থাকবে সিসিটিভি, বায়ো ভ্যাকুউম টয়লেট, রিডিং লাইট, টক ব্যাক সিস্টেম সহ একাধিক পরিষেবা।