Vande Bharat Sleeper Train: স্পিডের কাটা ১৮০ কিলোমিটার পার করল,বন্দে ভারত স্লিপার ট্রেনের ভিতরে কী হল দেখুন…

Vande Bharat Sleeper Train-Water Test: বন্দে ভারতের নতুন সংস্করণ, বন্দে ভারত স্লিপার চালু হতে চলেছে। ইতিমধ্যেই ট্রায়াল রানও হয়ে গিয়েছে। ২০২৬ সাল থেকেই এই ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে। দূরের রুটেও এবার চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। যাত্রীরা শুয়ে-বসে আরামে যাতায়াত করতে পারবেন। 

Vande Bharat Sleeper Train: স্পিডের কাটা ১৮০ কিলোমিটার পার করল,বন্দে ভারত স্লিপার ট্রেনের ভিতরে কী হল দেখুন...
বন্দে ভারত স্লিপারের স্পিড টেস্ট।Image Credit source: X

|

Jan 01, 2026 | 3:14 PM

নয়া দিল্লি: বড় পরীক্ষায় ফুল মার্কস নিয়ে পাশ বন্দে ভারত। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন দিল ‘ওয়াটার টেস্ট’।কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে এই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়ো দেখে অবাক সবাই। বন্দে ভারত কার্যত সত্যি কামাল করল। কী হল এই ওয়াটার টেস্টে?

কোটা থেকে নাগদা পর্যন্ত ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন। তাও আবার ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে। এত গতিতে ছুটছে ট্রেন, অথচ ট্রেনে রাখা গ্লাসের জল একটুকুও চলকে পড়ল না। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় রেলমন্ত্রী পোস্ট করে লেখেন, “কমিশনার রেলওয়ে সেফটি আজ বন্দে ভারত স্লিপার ট্রেনের পরীক্ষা করলেন। কোটা-নাগদা সেকশনে ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে ছুটল। আমাদের ওয়াটার টেস্ট নতুন প্রজন্মের ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তিগত ফিচার্সের প্রমাণ দিল।”

রেলমন্ত্রীর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে জল ভর্তি দুটি গ্লাসের উপরে আরেকটি গ্লাস রাখা। মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে ঘণ্টায় ১৮২ কিলোমিটার স্পিড উঠেছে ট্রেনের। তবুও একটুকু জল চলকে পড়ছে না।

বন্দে ভারত ট্রেন সেমি হাই স্পিড ট্রেন। এর সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে বর্তমানে সর্বোচ্চ অপারেটিং স্পিড ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ট্র্যাক, স্টপেজ সহ একাধিক বিষয়ের উপরে ট্রেনের গতি নির্ভর করে।

এবার বন্দে ভারতের নতুন সংস্করণ, বন্দে ভারত স্লিপার চালু হতে চলেছে। ইতিমধ্যেই ট্রায়াল রানও হয়ে গিয়েছে। ২০২৬ সাল থেকেই এই ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে। দূরের রুটেও এবার চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। যাত্রীরা শুয়ে-বসে আরামে যাতায়াত করতে পারবেন।