Vande Bharat Sleeper Train: ১৫ ঘণ্টায় শিয়ালদহ থেকে দিল্লি! চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, ভাড়া কত জানেন?

Railways: রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন শিয়ালদহ থেকে নয়া দিল্লি পর্যন্ত ১৪৫৫ কিলোমিটার দূরত্ব মাত্র ১৫ ঘণ্টায় অতিক্রম করবে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন।

Vande Bharat Sleeper Train: ১৫ ঘণ্টায় শিয়ালদহ থেকে দিল্লি! চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, ভাড়া কত জানেন?
শিয়ালদহ থেকেও চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit source: TV9 বাংলা

|

Apr 30, 2025 | 7:35 PM

নয়া দিল্লি: বন্দে ভারত এক্সপ্রেস এখন পুরনো। অপেক্ষা এখন বন্দে ভারত স্লিপার ট্রেনের। শীঘ্রই চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। আরও আরামদায়ক হবে ট্রেনে সফর, কারণ এই বন্দে ভারতে যাত্রীরা শুয়ে শুয়ে সফর করতে পারবেন। নতুন বেঞ্চমার্ক তৈরি করবে এই সেমি হাইস্পিড ট্রেন। আর বড় খবর হল, শিয়ালদহ রুট থেকেই চালু হচ্ছে এই ট্রেন।

ইটি নাও-র তথ্য অনুযায়ী, ভারতীয় রেলওয়ে একাধিক রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে অন্যতম হল দিল্লি-হাওড়া রুট। পাশাপাশি শিয়ালদহ-নয়া দিল্লি রুটেও বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন শিয়ালদহ থেকে নয়া দিল্লি পর্যন্ত ১৪৫৫ কিলোমিটার দূরত্ব মাত্র ১৫ ঘণ্টায় অতিক্রম করবে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। স্লিপার ট্রেন চালু হলে, রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসকে হারিয়ে এটাই শিয়ালদহ-নয়া দিল্লি রুটের দ্রুততম ট্রেন হবে।

স্টপেজ-

বন্দে ভারত স্লিপারে প্রথম স্টপেজ হবে আসানসোব জংশন। এরপর ধানবাদ জংশন, গয়া জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন ও কানপুর সেন্ট্রালে স্টপেজ দিয়ে সরাসরি নয়া দিল্লিতে পৌছবে।

ট্রেনের ভাড়া-

শিয়ালদহ-নয়া দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেনে ১৬টি কোচ থাকবে। ১১টি এসি ৩ টায়ার কোচ, ৪টি এসি ২ টায়ার কোচ ও ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। এসি ৩ টায়ারের ভাড়া ৩২০০ টাকার কাছাকাছি হবে। এসি ২ টায়ারের ভাড়া ৪২০০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ৫৩০০ টাকা হতে পারে বলে সূত্রের খবর।

কখন ছাড়বে?

শিয়ালদহ থেকে বিকেল ৪টে নাগাদ ছাড়বে এই ট্রেন। পরেরদিন সকাল ৭টা নাগাদ নয়া দিল্লিতে পৌছবে এই ট্রেন। দিল্লি থেকে ওই দিনই বিকেল ৪টেয় ছাড়বে ট্রেন। পরেরদিন সকাল ৭টায় বন্দে ভারত স্লিপার ট্রেন শিয়ালদহে এসে পৌঁছবে।