Alcohol Price Reduced : সুরা প্রেমীদের জন্য সুখবর, সরকারি সিদ্ধান্তে এক ধাক্কায় অনেকটাই দাম কমছে বিদেশি মদ থেকে বিয়ারের

Alcohol Price Reduced : গুরুগ্রামে বিদেশ থেকে আমদানিকৃত মদের দাম কমল প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা। দেশে তৈরি বিদেশী মদের ক্ষেত্রেও সামান্য দাম কমানো হল।

Alcohol Price Reduced : সুরা প্রেমীদের জন্য সুখবর, সরকারি সিদ্ধান্তে এক ধাক্কায় অনেকটাই দাম কমছে বিদেশি মদ থেকে বিয়ারের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2022 | 8:20 PM

চণ্ডীগড় : হরিয়ানার সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার মদের দাম কমতে চলেছে গুরুগ্রামে। শুক্রবার নতুন আবগারি নীতি কার্যকর করার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার। সেই নীতি মোতাবেক বিদেশী মদের উপর শুল্ক ও ভ্যাট (Value-added Tax) কমানো হবে। ফলে আগামী জুন মাস থেকেই বিদেশী মদের (IFL) দাম কমবে। বিক্রেতারা জানিয়েছেন যে, এক লিটার আমদানিকৃত স্কচের দাম কমতে পারে ৩০০ থেকে ৪৫০ টাকা। যেখানে ভারতে প্রস্তুত হুইস্কির দাম কমবে ১৫০ থেকে ৩০০ টাকা। ১২ ক্যানের বিয়ারের কেসের দাম ১৫০ টাকা পর্যন্ত সস্তা হবে।

শুক্রবার নয়া আবগারি নীতি কার্যকর করার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার। ১২ জুন থেকে থেকে এই নয়া নীতি কার্যকর করা হবে। গুরুগ্রামের আবগারি ও শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার ভিকে বেনিওয়াল জানিয়েছেন যে, নীতি অনুযায়ী, আমদানিকৃত বিদেশী মদের উপর শুল্কের ৬০ শতাংশ ও ভ্যাটের ৪ শতাংশ কমিয়ে দেওয়া হবে। তিনি বলেছেন, “জুন মাসে বিক্রেতাদের পুনরায় টেন্ডারিংয়ের পর সামগ্রিক দাম কমবে। ভারতে তৈরি বিদেশী মদের উপরও শুল্ক ও ভ্যাট কমানো হয়েছে। তবে তা নির্ধারিত কিছু ব্র্যান্ডের ক্ষেত্রেই। যেমন, ব্লেন্ডার্স প্রাইড, টিচার্স ও ১০০ পাইপার্স।”

এই নয়া নিয়ম ১২ জুন থেকে কার্যকর করা হবে। এর আগে রাজধানী দিল্লিতে ভোর রাত তিনটে পর্যন্ত বার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই নিয়মকে টেক্কা দিতেই গুরুগ্রামে সারা রাত বার খোলা রাখার অনুমতি দিয়েছে। গুরুগ্রামের প্রশাসন স্থানীয় বারগুলিকে সকাল আটটা পর্যন্ত বার খোলা রাখার অনুমতি দিয়েছে। যার অর্থ সারা রাত বার খোলা রাখা যাবে এই শহরে। তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট বার মালিককে বছরে অতিরিক্ত ২০ লক্ষ টাকা কর বাবদ দিতে হবে সরকারকে।