দেরাদুন: রাম মন্দির (Ram Mandir) তৈরিতে আর্থিক অনুদান নেওয়া হবে কেবল হিন্দু পরিবারের কাছ থেকেই। শুক্রবার রাম মন্দির গঠনের জন্য তৈরি বিশেষ কমিটি, বিশ্ব হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad)-র মুখপাত্র বিজয় শঙ্কর (Vijay Shankar) জানান, রাম মন্দির গঠনের সঙ্গে সংযুক্ত সংগঠনগুলি কেবল হিন্দু পরিবার (Hindu Families)-গুলির কাছ থেকেই আর্থিক সাহায্যের আবেদন করবেন, অন্য কোনও ধর্মাবলম্বী মানুষের কাছে নয়।
দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ের পরই অযোধ্যায় মন্দির তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশিকায় বলা হয়, মন্দির তৈরিতে একটি বিশেষ কমিটিও গঠন করা হবে। আদালতের নির্দেশ মেনেই কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কাজ কতদূর এগিয়েছে, এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিটির মুখপাত্র বিজয় শঙ্কর জানান, শ্রী রাম জন্মভূমি মন্দির নিধি সমর্পণ অভিযান (Sri Ram Janmabhoomi Mandir Nidhi Samarpan Abhiyan) আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। আর্থিক অনুদান সংগ্রহের কাজ শুরু হবে উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে। সেখানে ২৪ লাখ পরিবারের প্রায় এক কোটি ভক্তদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করা হবে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বাবার চেয়েও ধনী ছেলে, ‘গরিব’ বিহারের মন্ত্রীদের সিংহভাগই কোটিপতি
তিনি জানান, গোটা দেশজুড়ে আগামী ২৭ ফেব্রুয়ারি অবধি চললেও, আয়তনের ভিত্তিতে উত্তরাখণ্ডে এই অভিযান ৫ ফেব্রুয়ারি অবধি চলবে। কাদের থেকে আর্থিক অনুদান নেওয়া হবে, এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা কেবল হিন্দু পরিবারদের কাছ থেকেই আর্থিক অনুদান চাইবো। রাম মন্দির নিয়ে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
কীভাবে এই আর্থিক অনুদান সংগ্রহের কাজ চলবে, সেই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য আরএসএস (RSS) সংগঠনের এক কর্মকর্তা বলেন, “কমিটির সদস্যরা প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে আর্থিক অনুদান সংগ্রহ করবে, তবে তাঁরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে অনুদান চাইতে যাবেন না। কেবলমাত্র হিন্দু পরিবারগুলির কাছ থেকেই অনুদান চাওয়া হবে। তবে অন্য ধর্মের কোনও মানুষ যদি স্বেচ্ছায় অনুদান দিতে চান, তবে তা সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে। ”
আরও পড়ুন: সারা দেশেই বিনা মূল্যে করোনা ভ্যাকসিন! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর