ভিডিয়ো: ট্রায়ালের সময় মাঠের মধ্যে ভেঙে পড়ল ডিআরডিও-র ড্রোন

ডিআরডিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ডিআরডিও-র তৈরি করা তাপস ড্রোনের ট্রায়াল চলছিল কর্নাটকের চিত্রদুর্গ জেলায়। তখন এটি ভেঙে পড়েছে।”

ভিডিয়ো: ট্রায়ালের সময় মাঠের মধ্যে ভেঙে পড়ল ডিআরডিও-র ড্রোন
ডিআরডিও তাপস ইউএভি।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 2:51 PM

চিত্রদুর্গ: ট্রায়ালের সময় ভেঙে পড়ল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর ড্রোন। কর্নাটকের চিত্রদুর্গর একটি গ্রামের চাষের জমিতে ওই ড্রোনটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ডিআরডিও-র আনম্যানড এরিয়াল ভেহিক্যালের (ইউএভি) নাম তাপস। ট্রায়ালের সময়ই যান্ত্রিক গোলযোগের জেরে তা ভেঙে পড়ছে বলে ডিআরডিও-র তরফে জানানো হয়েছে।

ডিআরডিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ডিআরডিও-র তৈরি করা তাপস ড্রোনের ট্রায়াল চলছিল কর্নাটকের চিত্রদুর্গ জেলায়। তখন এটি ভেঙে পড়েছে।” ইউএভি ভেঙে পড়ার বিষয়টি ডিআরডিও-র তরফে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকে জানানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কেন ড্রোনটি ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু করেছে ডিআরডিও। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশ করা ভিডিয়োয় দেখা গিয়েছে মাঠের মধ্যে ভেঙে পড়ে রয়েছে ড্রোনটি। তার যন্ত্রাংশ আশপাশে ছড়িয়ে রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কার করে গবেষণা সংস্থা ডিআরডিও। বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের পাশাপাশি প্রতিরক্ষায় ব্যবহৃত প্রযুক্তি নিয়েও গবেষণা করে ডিআরডিও।