ভিডিয়ো: ট্রায়ালের সময় মাঠের মধ্যে ভেঙে পড়ল ডিআরডিও-র ড্রোন
ডিআরডিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ডিআরডিও-র তৈরি করা তাপস ড্রোনের ট্রায়াল চলছিল কর্নাটকের চিত্রদুর্গ জেলায়। তখন এটি ভেঙে পড়েছে।”
চিত্রদুর্গ: ট্রায়ালের সময় ভেঙে পড়ল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর ড্রোন। কর্নাটকের চিত্রদুর্গর একটি গ্রামের চাষের জমিতে ওই ড্রোনটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ডিআরডিও-র আনম্যানড এরিয়াল ভেহিক্যালের (ইউএভি) নাম তাপস। ট্রায়ালের সময়ই যান্ত্রিক গোলযোগের জেরে তা ভেঙে পড়ছে বলে ডিআরডিও-র তরফে জানানো হয়েছে।
ডিআরডিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ডিআরডিও-র তৈরি করা তাপস ড্রোনের ট্রায়াল চলছিল কর্নাটকের চিত্রদুর্গ জেলায়। তখন এটি ভেঙে পড়েছে।” ইউএভি ভেঙে পড়ার বিষয়টি ডিআরডিও-র তরফে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকে জানানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, কেন ড্রোনটি ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু করেছে ডিআরডিও। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশ করা ভিডিয়োয় দেখা গিয়েছে মাঠের মধ্যে ভেঙে পড়ে রয়েছে ড্রোনটি। তার যন্ত্রাংশ আশপাশে ছড়িয়ে রয়েছে।
#WATCH | A Tapas drone being developed by the DRDO crashed today during a trial flight in a village of Chitradurga district, Karnataka. DRDO is briefing the Defence Ministry about the mishap and an inquiry is being carried out into the specific reasons behind the crash: Defence… pic.twitter.com/5YSfJHPxTw
— ANI (@ANI) August 20, 2023
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কার করে গবেষণা সংস্থা ডিআরডিও। বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের পাশাপাশি প্রতিরক্ষায় ব্যবহৃত প্রযুক্তি নিয়েও গবেষণা করে ডিআরডিও।