Video: ভয় নেই, আয়কর বিভাগকে পাঠাবে না মোদী: প্রধানমন্ত্রীর কথায় উঠল হাসির রোল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে এল আয়কর বিভাগের হানার প্রসঙ্গ। রবিবার, নিজ নির্বাচন কেন্দ্র বারাণসীতে এসেছিলেন প্রদানমন্ত্রী। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সময়ই তাঁর মুখে শোনা গেল আয়কর বিভাগের হানার কথা।
বারাণসী: আয়কর বিভাগের অভিযান বর্তমানে সারা দেশে চর্চার বিষয়। বিরোধী দলগুলির অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিরোধী দলের নেতাদের হেনস্থা করার জন্য কাজে লাগাচ্ছে এই কেন্দ্রীয় সংস্থাকে। এবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে এল আয়কর বিভাগের হানার প্রসঙ্গ। রবিবার, নিজ নির্বাচন কেন্দ্র বারাণসীতে এসেছিলেন প্রদানমন্ত্রী। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সময়ই তাঁর মুখে শোনা গেল আয়কর বিভাগের হানার কথা। যা শুনে হেসে উঠল সকলে। কী এমন বললেন প্রধানমন্ত্রী?
মঞ্চে বসে থাকা সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। কোণায় বসা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘আপনি কী করেন? কতদূর পড়াশুনা করেছেন?’ ওই ব্যক্তি জানান, তিনি এমকম শেষ করেছেন। এখন তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরপর, প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘আপনি কী কী প্রকল্পের সুবিধা পেয়েছেন?’ লোকটি জানান, তিনি একটি দোকান করতে চান। তার জন্য সাহায্যের আবেদনও করেছেন। অবিলম্বে প্রধানমন্ত্রী জানতে চান, তিনি কিসের দোকান দেওয়ার পরিকল্পনা করেছেন? ওই ব্যক্তি জানান, তিনি একটি কমন সার্ভিস সেন্টার চালান। ওই একই জায়গায় তিনি একটি স্টেশনারি দোকানও দিয়েছেন। প্রধানমন্ত্রী এরপর জানতে চান, কমন সার্ভিস সেন্টারে কত লোক আসে? ওই ব্যক্তি জানান, তিনি না গুনলেও, দিনে ১০-১২ জন করে আসেন।
Income Tax 😂 pic.twitter.com/bTCU2W1rjG
— Amit Malviya (@amitmalviya) December 17, 2023
এরপরই প্রধানমন্ত্রী জানতে চান, ওই ব্যক্তি মাসে কত টাকা আয় করেন? ওই ব্যক্তি হাল্কা হেসে জানিয়েছিলেন, কত টাকা আয় হয়, তাও তিনি কখনও গণনা করেননি। এরপরই, মজা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বলুন না কত টাকা আয় করেন, ভয় নেই, আয়কর বিভাগের লোক আপনার দোকানে হানা দেবে না ভাই। কেউ নিজের আয় ন গুণে থাকে? আসলে, আপনি হয়তো ভাবছেন মোদী আয়কর বিভাগকে পাঠাবেন।” এই কথা শুনে মঞ্চে থাকা কোনও ব্যক্তি হাসি চাপতে পারেননি। এরপর প্রধানমন্ত্রী মোদী হাসতে হাসতে বলেন, “আপনি নিশ্চয়ই এত উপার্জন করেন যে আপনাকে আয়কর দিতে হয়। আপনার মুখের খুশিই এটা বলে দিচ্ছে ভাই।” ওই ব্যক্তি বলেন, “না স্যার, আসলে, আপনার সঙ্গে দেখা করে খুব আনন্দ হচ্ছে।”