AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাদাখ থেকে সরছে সেনা, এ বার প্রকাশ্যে গালোয়ান সংঘর্ষের ভিডিয়ো

প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই দেশের সেনা একটি জলাশয় পেরিয়ে তীরে সম্মুখীন হচ্ছে। তারপর সেখানে হাতাহাতির দৃশ্যও দেখা যাচ্ছে।

লাদাখ থেকে সরছে সেনা, এ বার প্রকাশ্যে গালোয়ান সংঘর্ষের ভিডিয়ো
ছবি- টুইটার
| Updated on: Feb 19, 2021 | 8:32 PM
Share

লাদাখ: লকডাউনের মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতের উত্তর পূর্ব সীমান্ত। ভারত-চিন (India-China) সীমান্তে চরমে উঠেছিল উত্তেজনা। জুন মাসে সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনা। রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। চিনের ক্ষয়ক্ষতি নিয়ে প্রথমে মুখে কুলুপ এঁটেছিল জিনপিং প্রশাসন। সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় দুই দেশের মধ্যে।

অবশেষে কূটনীতির জোরেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেনা। বিগত কয়েক দিন ধরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে আসতে আসতে সরে গিয়েছে লাল ফৌজ ও ভারতের সেনা। সেনা সরতেই জিনপিং প্রশাসন জানিয়েছে গালোয়ান সংঘর্ষে নিহত পিএলএ অফিসার ও জওয়ানদের নাম। তবে এখনও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ্যে আনেনি বলেই ধারনা বিশেষজ্ঞদের। বিভিন্ন সূত্রের দাবি, লালফৌজের নিহত জওয়ান ও অফিসারদের মোট সংখ্যা ৩০-এর বেশি।

চিনের সরকারি সংবাদ মাধ্যমের বিশ্লেষক শেন শিওয়েই একটি টুইট করে গালোয়ান সংঘর্ষের সেই ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। তবে সেখানে সংঘর্ষের জন্য তিনি দায়ি করেছেন ভারতীয় সেনাদের। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই দেশের সেনা একটি জলাশয় পেরিয়ে তীরে সম্মুখীন হচ্ছে। তারপর সেখানে হাতাহাতির দৃশ্যও দেখা যাচ্ছে। রাতের অন্ধকারেও দুই সেনার সম্মুখীন হওয়ার দৃশ্য দেখা গিয়েছে ওই টুইটে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গালোয়ান উপত্যকায় প্যাংগং হ্রদ সংলগ্ন অঞ্চলে সংঘর্ষ হয়েছিল দুই সেনার। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত চিত্রে এ-ও দেখা গিয়েছিল, এক ধরনের ধারালো বিশেষ অস্ত্র নিয়ে এসেছিল লালফৌজ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ভারতীয় জওয়ানরা মারতে মারতে শহিদ হয়েছিলেন।

আরও পড়ুন: প্যাংগংয়ে সেনা প্রত্যাহার সম্পূর্ণ, পুরনো অবস্থানে ফিরল ভারত-চিনের সেনাবাহিনী

আরও পড়ুন: শেষ পর্যন্ত মাথা নত করল চিন, গালওয়ান সীমান্তে ৫ PLA জওয়ানের মৃত্যুর কথা কবুল