AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vijay Mallya Podcast: দেশছাড়া বিজয় মালিয়ার সঙ্গে রয়েছে কলকাতা-যোগ! কীভাবে জানেন?

Vijay Mallya Podcast: তার সংযোজন, 'স্কুলের পড়াশোনা শেষ করার পর আমি সেন্ট জেভিয়ার্স কলেজে কর্মাসে স্নাতকের পড়াশোনা করার জন্য ভর্তি হই। সেই সময় সকাল বেলা কলেজ করতাম। বেলায় কলেজ শেষ হলে ৪০০ টাকা মাসিক বেতনের বিনিময়ে ম্যানেজমেন্ট শিক্ষানবিশ পদে কাজ করতাম।'

Vijay Mallya Podcast: দেশছাড়া বিজয় মালিয়ার সঙ্গে রয়েছে কলকাতা-যোগ! কীভাবে জানেন?
Image Credit: Getty Image
| Updated on: Jun 06, 2025 | 4:29 PM
Share

নয়াদিল্লি: বিজয় মালিয়ার সঙ্গে রয়েছে কলকাতা-যোগ। শুক্রবার সকাল সমাজমাধ্যম জুড়ে ভেসে বেড়াচ্ছে বিজয়ের-সাক্ষাৎকারের কথা। জানা গিয়েছে, এক ইউটিউবার রাজ শামানির সঙ্গে মুখোমুখি বসেছিলেন তিনি। আর সেখানেই নিজের কলকাতা-যোগের কথা বলেন এই দেশছাড়া ব্যবসায়ী।

নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে, বিজয় মালিয়া বলেন, তার জন্ম কলকাতায়। তারপর চলে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। তারপর আবার কলকাতায় ফিরে আসা। কলেজ ও বাকি পড়াশোনা করা। তিনি বলেন, ‘আমি কলকাতার লা মার্টিন স্কুলে পড়াশোনা করেছি। খুবই মধ্যমেধার ছাত্র ছিলাম। তবে পুঁথিগত পড়াশোনায় মন না থাকলেও, মন থাকত খেলাধূলা ও অন্যান্য বিষয়ে।’

তার সংযোজন, ‘স্কুলের পড়াশোনা শেষ করার পর আমি সেন্ট জেভিয়ার্স কলেজে কর্মাসে স্নাতকের পড়াশোনা করার জন্য ভর্তি হই। সেই সময় সকাল বেলা কলেজ করতাম। বেলায় কলেজ শেষ হলে ৪০০ টাকা মাসিক বেতনের বিনিময়ে ম্যানেজমেন্ট শিক্ষানবিশ পদে কাজ করতাম।’

উল্লেখ্য, ১৯৭৬ সালে বিজয় মালিয়া নিজের স্নাতকের ডিগ্রি অর্জন করার পারিবারিক ব্যবসাতেই ঢুকে পড়েন। আর সেই থেকে শুরু হয় নতুন অধ্যায়। প্রথমে কোটি টাকার সাম্রাজ্য তৈরি, তারপর অতি বিলাসবহুল জীবনের ফাঁদে সব খুইয়ে ফেলা।