করোনা রোগীদের ফলের রস খাওয়াচ্ছেন এবিভিপি কর্মীরা, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে দুন মেডিক্যাল কলেজ
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-র নির্দেশিকা অনুসারে ডিউটিকে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই কেবল কোভিড ওয়ার্ডে প্রবেশ করতে পারেন এবং করোনা রোগীর কাছে যেতে পারেন।
দেহরাদুন: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাদে সকলেরই প্রবেশ নিষেধ কোভিড ওয়ার্ডে। কিন্তু উল্টো চিত্র দেখা গেল দেহরাদুনে। সেখানে দুন মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিই কিট পড়ে করোনা রোগীদের ফলের রস বিতরণ করছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে এবিভিপি সংগঠনের সদস্যরা পিপিই কিট পড়ে কোভিড ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। রোগীদের মাস্ক খুলে ফলের রস খেতে বলছেন তাঁরা। পিপিই কিটে স্পষ্টভাবে সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। করোনা রোগীদের সেবায় এই উদ্যোগ নেওয়া হলেও করোনাবিধি ভঙ্গের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।
#Fifth_day❤️#ABVP_Uttranchal#ABVP_Dehradun Covid 19 संक्रमण के दूसरे चरण में दून हॉस्पिटल में ABVP देहरादून द्वारा सेवा कार्य।। #ABVPForSociety pic.twitter.com/A55CfBwf2v
— ABVP Uttaranchal (@UttaranchalAbvp) April 28, 2021
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-র নির্দেশিকা অনুসারে ডিউটিকে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই কেবল কোভিড ওয়ার্ডে প্রবেশ করতে পারেন এবং করোনা রোগীর কাছে যেতে পারেন।
আরএসএস পরিচালিত ছাত্র সংগঠনের এই কাজের সমালোচনা করে উত্তরাখণ্ডের কংগ্রেসের মুখপাত্র গরিমা দাসাউনি বলেন, “এবিভিপির এই কাজের অবশ্যই বিরোধিতা করা উচিত। যদি এবিভিপিকে ঢুকতে দেওয়া হয়, আগামিকাল আরও সংগঠন একই দাবি নিয়ে হাসপাতালের সামনে জড়ো হনে, যার ফলে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। সরকারের উচিত এই বিষয়ে তদন্ত করা ও অভিযুক্তদের শাস্তি দেওয়া।”
অন্যদিকে, দেহরাদুনের জেলাশাসক আশীষ কুমার শ্রীবাস্তবও ভিডিয়োটি দেখে মেডিক্যাল কলেজের কাছ থেকে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। দুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আশুতোষ সায়ানা জানান, তিনি এবিভিপি সংগছনকে হাসপাতালের কাজে সাহায্য করার অনুমতি দিলেও কখনওই কোভিড-১৯ ওয়ার্ডে প্রবেশ করার অনুমতি দেননি। কীভাবে ওইবছাত্র সংগঠনের সদস্যরা কোভিড ওয়ার্ডে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে এবিভিপি কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
আরও পড়ুন: হাতে টিকা নিতে ভয়? দেহের এই অংশে করোনা টিকা নিলেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন আপনি