Virender Sehwag: ‘…সোজা হবে না,’ পাকিস্তানের আচরণে ক্ষুব্ধ বীরেন্দ্র সেওয়াগ
Virender Sehwag Slams Pakistan: গত কয়েক দিন ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে নানা হামলা চালিয়ে গিয়েছে পাকিস্তান সেনা। ভারতও তা প্রতিহত করেছে। শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে জানান, ভারত ও পাকিস্তান দু-দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।

বিকেলে সংঘর্ষবিরতি। রাতে আক্রমণ। পাকিস্তানের আচরণে ফের ক্ষুব্ধ ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। পাকিস্তান সেনার আচরণে অবশ্য অবাক নন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি পরিষ্কার তা বুঝিয়ে দিয়েছেন। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। এরপরই ভারত সরকারের তরফে পাল্টা জবাব দেওয়া হয়। অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই ঘটনার পরও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। কিন্তু এ বার ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ।
গত কয়েক দিন ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে নানা হামলা চালিয়ে গিয়েছে পাকিস্তান সেনা। ভারতও তা প্রতিহত করেছে। শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে জানান, ভারত ও পাকিস্তান দু-দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এরপর ভারত সরকারের তরফেও এই তথ্য ঘোষণা করা হয়। স্বাভাবিক ভাবেই সাধারণ নাগরিকের মধ্যে একটা স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে সীমান্ত এলাকায়। যদিও রাত বাড়তেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তান সেনার। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
খেলোয়াড় জীবনে পাকিস্তানের মাটিতে বহু ম্যাচ খেলেছেন। দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নানা স্মরণীয় ইনিংস রয়েছে সেওয়াগের। মাঠে যেমন জবাব দিতে ছাড়েননি, তেমনই বর্তমান পরিস্থিতিতেও না। পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনায় ক্ষুব্ধ বীরেন্দ্র সেওয়াগ ইনস্টাগ্রাম স্টোরি এবং এক্স হ্যান্ডলে পোস্ট সেই বহু পরিচিত প্রবাদটি পোস্ট করেন-কুকুরের লেজ কখনও সোজা হয় না। অর্থাৎ পাকিস্তানের থেকে এমন আচরণ যে অপ্রত্যাশিত নয়, তা পরিষ্কার বুঝিয়ে দেন বীরু।
— Virrender Sehwag (@virendersehwag) May 10, 2025
দেশের আর এক প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানও পাকিস্তানকে তুলোধনা করতে ছাড়েননি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নোংরা দেশ আবারও নোংরামির উদাহরণ দিল।’ অপারেশন সিঁদুর নিয়ে শিখর ধাওয়ান লিখেছিলেন, ‘আমাদের দেশ সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত মাতা কি জয়।’
Ghatiya desh ne fir apna ghatiyapan poori duniya ke aage dikha diya. #Pakistan#Ceasefire
— Shikhar Dhawan (@SDhawan25) May 10, 2025
