Beaten to Death: এঁটো প্লেটের ছোঁয়া লেগেছিল বরযাত্রীর গায়ে, বিয়েবাড়িতেই পিটিয়ে খুন ওয়েটারকে
Uttar Pradesh: খাবারের এঁটো প্লেট তুলে যখন ভিতরে আনছিলেন পঙ্কজ, সেই সময়ে বরযাত্রীতে আসা ঋষভ নামক এক যুবকের গায়ে সামান্য ধাক্কা লাগে। ঋষভ ধাক্কা মারেন ওয়েটারকে, এঁটো প্লেট আরও দুইজনের গায়ে লেগে যায়। ব্যাস, এরপরই ওই ওয়েটারকে গালমন্দ করতে শুরু করেন অভিযুক্তরা। গায়েও হাত তোলেন।
গাজিয়াবাদ: জমজমাট বিয়েবাড়ি। বরযাত্রীরা এসে গিয়েছে, মণ্ডপে তখন বরের অপেক্ষায় কনে। এদিকে, বিয়েবাড়ির ভোজও শুরু হয়ে গিয়েছে। হঠাৎ চিৎকার-চেঁচামেচি, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু। নিমেষেই এক ওয়েটারের উপরে চড়াও হল বরযাত্রীরা। শুরু হল বেধড়ক মারধর। পিটিয়ে মেরেই ফেলা হল ওয়েটারকে। ওই যুবকের অপরাধ শুধু একটাই ছিল, এঁটো খাবারের প্লেট নিয়ে যাওয়ার সময় এক বরযাত্রীর সঙ্গে ধাক্কা লেগে যায়। আর তারই শাস্তি হিসাবে খোয়াতে হল প্রাণ।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১৭ নভেম্বর একটি বিয়েবাড়িতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, পঙ্কজ নামক ওই যুবক পড়াশোনা করত। পরিবারে আর্থিক সাহায্য করার জন্যই পড়াশোনার ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে ওয়েটারের কাজও করতেন।
গত ১৭ নভেম্বর গাজিয়াবাদের অঙ্কুর বিহারে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করতে গিয়েছিলেন। খাবারের এঁটো প্লেট তুলে যখন ভিতরে আনছিলেন পঙ্কজ, সেই সময়ে বরযাত্রীতে আসা ঋষভ নামক এক যুবকের গায়ে সামান্য ধাক্কা লাগে। ঋষভ ধাক্কা মারেন ওয়েটারকে, এঁটো প্লেট আরও দুইজনের গায়ে লেগে যায়।
ব্যাস, এরপরই ওই ওয়েটারকে গালমন্দ করতে শুরু করেন অভিযুক্তরা। গায়েও হাত তোলেন। পঙ্কজ প্রতিবাদ জানাতেই তিনজন মিলে বেধড়ক মারধর শুরু করে। গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে যুবক। বিয়েবাড়িতে আগত অতিথিরা গোটা ঘটনাটি দেখেও নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকেন। রক্তাক্ত ওই যুবককে কেউ হাসপাতালেও নিয়ে যায়নি। বিয়েবাড়ির মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়।
অভিযুক্ত তিন যুবক এরপরে পঙ্কজের দেহ নিয়ে গিয়ে কাছের জঙ্গলে ফেলে আসে। পরেরদিন পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে। প্রায় এক মাস তদন্ত করার পর অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।