AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: প্রজাতন্ত্র দিবসে ১৯০০ শাড়ির প্রদর্শনী তুলছে ধরছে বিভিন্ন রাজ্যের শিল্পকর্ম

অনন্ত সূত্রে রয়েছে প্রায় ১৯০০ শাড়ির প্রদর্শনী। দেশের বিভিন্ন রাজ্যের শিল্প উঠে এসেছে সেখানে। পর পর সাজানো রয়েছে সেই শাড়ি। এই সব শাড়ি বিভিন্ন রাজ্যের পরিচয় তুলে ধরছে। প্রত্যেক শাড়ির গায়ে লাগানো রয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলে এই সব শাড়ির বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আপনি।

Video: প্রজাতন্ত্র দিবসে ১৯০০ শাড়ির প্রদর্শনী তুলছে ধরছে বিভিন্ন রাজ্যের শিল্পকর্ম
শাড়ির প্রদর্শনীImage Credit: Twitter
| Updated on: Jan 26, 2024 | 2:26 PM
Share

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে দেশের রাজধানী। নয়াদিল্লির কর্তব্য পথ বিভিন্ন ঢঙে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু এ বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হয়েছে শাড়ির সম্ভাব। প্যারেড মানেই যেখানে বিভিন্ন থিমের ট্যাবলো, সেনার অস্ত্র সম্ভাবরের প্রদর্শনী। সেখানেই নজর কাড়ছে শাড়ির প্রদর্শনী। কর্তব্য পথে প্যারেড দেখতে গেলেই দেখা যাবে অনন্ত সূত্রের। অনন্ত সূত্র হল কর্তব্য পথে শাড়ির প্রদর্শনী।

অনন্ত সূত্রে রয়েছে প্রায় ১৯০০ শাড়ির প্রদর্শনী। দেশের বিভিন্ন রাজ্যের শিল্প উঠে এসেছে সেখানে। পর পর সাজানো রয়েছে সেই শাড়ি। এই সব শাড়ি বিভিন্ন রাজ্যের পরিচয় তুলে ধরছে। প্রত্যেক শাড়ির গায়ে লাগানো রয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলে এই সব শাড়ির বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আপনি।

এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। তার সামনেই এ বছর ভারতীয় মিউজিক ইনস্ট্রুমেন্ট বানিয়েছেন প্রায় ১০০ জন মহিলা শিল্পী। যা প্রথমবার হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এ বছরের প্রজাতন্ত্র দিবসে তা নিঃসন্দেহ বড় আকর্ষণ।