Allu Arjun: ‘আমি সেল্ফ মেড নই’, সত্যি স্বীকার আল্লু অর্জুনের, বললেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা কঠিন…

Allu Arjun: আলোচনায় পুস্পা সিনেমার অভিনেতা জানান যে একটা দুর্ঘটনা কীভাবে তাঁকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল, ৬ মাসের বিরতি নিতে বাধ্য করেছিল।

Allu Arjun: আমি সেল্ফ মেড নই, সত্যি স্বীকার আল্লু অর্জুনের, বললেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা কঠিন...
আল্লু অর্জুন।Image Credit source: PTI

|

May 02, 2025 | 7:17 AM

মুম্বই: স্বপ্নের নগরী মুম্বই। আর এই শহরকে আরও যেন আলোকোজ্জ্বল করে তুললেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun), যখন তিনি ওয়ার্ল্ড অডিয়ো-ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫-র মঞ্চে উঠলেন। এটাই ওয়েভস (WAVES)-র প্রথম সম্মেলন। এই সম্মেলনে অন্যতম একটি আলোচনা পর্ব ছিল ‘ট্যালেন্ট বিয়ন্ড বর্ডারস’, যা পরিচালনার দায়িত্বে ছিলেন টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস। টিভি৯-র এই অনুষ্ঠানে আল্লু অর্জুন স্টারডম, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নিয়ে কথা বলেন। আল্লুর বক্তব্য সকলের মন ছুঁয়ে যায়।

অভিনেতা আল্লু অর্জুন এই সামিটের প্রশংসা করে বলেন, “ভারতের কাছে সবর্দাই হৃদয় ছিল। এবার আমাদের কাছে একটা মঞ্চও তৈরি হল সেই হৃদয়কে উজাড় করে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি ওয়েভস ভারতে ক্রিয়েটিভ কন্টেন্টকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার লঞ্চ প্যাড হিসাবে কাজ করবে।

আলোচনায় পুস্পা সিনেমার অভিনেতা জানান যে একটা দুর্ঘটনা কীভাবে তাঁকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে দিয়েছিল, ৬ মাসের বিরতি নিতে বাধ্য করেছিল। আল্লু বলেন, “ওই বিরতি আমার কাছে আসলে আশীর্বাদ ছিল। ওই সময়ে আমার ফোকাস স্টান্ট থেকে পরিবর্তিত হয়ে সাবস্ট্যান্স বা বিষয়বস্তু হয়। আমি বুঝতে শিখি যে মাসল চলে গেলে, অভিনয়ের দক্ষতাকে বাড়ানো প্রয়োজন। অভিনয় আমার কাছে নতুন আঙিনা হয়ে ওঠে।

পরিচালক আটলির সঙ্গে তাঁর পরবর্তী প্রজেক্ট নিয়েও কথা বলেন আল্লু অর্জুন। বলেন, “এটা ভারতীয় অনুভূতিকে নিয়ে তৈরি এক অসাধারণ দৃশ্যপট হতে চলেছে। আমরা দেশি আত্মার সঙ্গে বিদেশি প্রযুক্তিকে মেশাচ্ছি। এর সংমিশ্রণে ভারতে জন্য সিনেমা হবে। এবং তা ভারতের তরফে বিশ্বের কাছে উপহার হবে।”

ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা কঠিন, কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তা নিয়েও কথা হয় টিভি৯ নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুণ দাস ও আল্লু অর্জুনের মধ্যে। সুপারস্টার বলেন, “প্রতিটি ভাষায় অসাধারণ দক্ষ অভিনেতারা উঠে আসছে। টিকে থাকার জন্য নিজেকে খাঁটি রাখতে হবে। কাজের জন্য খিদে থাকতে হবে এবং অবশ্যই বহুমুখী প্রতিভা থাকতে হবে। এটা শুধু ইন্ডাস্ট্রি নয়, এটা সৃজনশীলতা, বিবর্তনের যুদ্ধক্ষেত্র।”

নিজের পরিবার নিয়ে যখন আল্লু অর্জুন কথা বলেন, তখন তার সারল্য, সততায় সকলে মুগ্ধ হয়ে যান। আল্লু তাঁর ঠাকুর্দা আল্লু রামালিঙ্গা, বাবা আল্লু অরবিন্দ ও কাকা চিরঞ্জীবীর কথা উল্লেখ করে বলেন, “আমি সেল্ফ-মেড ম্যান নই। আমার চারপাশে থাকা মানুষদের সমর্থন, পথ প্রদর্শনে বড় হয়েছি। আমি মনে করি আমি আশীর্বাদধন্য।”

অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষমতা তাঁর ফ্যানরাই, এ কথা বলেই আলাপচারিতা শেষ করেন আল্লু অর্জুন।