ONGC: অশোকনগরে মাটির তলায় বিপুল তেল, হাজার হাজার কোটি টাকা আসবে রাজ্যের ঘরে

উত্তর ২৪ পরগনার অশোকনগরে বছর কয়েক আগেই তেল ও প্রাকৃতিক গ্যাসের খোঁজ পায় ওএনজিসি(ONGC)। শুরু হয়েছে মাপজোক-সমীক্ষা। বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের অপেক্ষায় রয়েছে সেই অঞ্চল। এবার রেভিনিউ-এর হিসেবটাও বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

ONGC: অশোকনগরে মাটির তলায় বিপুল তেল, হাজার হাজার কোটি টাকা আসবে রাজ্যের ঘরে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 15, 2025 | 7:04 PM

অশোকনগর: পশ্চিমবঙ্গের মাটির তলায় চাপা আছে মূল্যবান খনিজ তেল। সন্ধান শুরু হয়েছে আগেই। রাজ্য সরকার বিনিয়োগও করেছে ইতিমধ্যে। কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ওএনজিসি। নির্দিষ্ট চুক্তিও সম্পন্ন হয়েছে। আর সেই তেল পাওয়া গেলে, রাজ্যের হাতে যে বড় অঙ্কের রেভিনিউ আসবে, সে কথাই জানাল কেন্দ্র। বাংলায় যে কত পরিমাণ তেল মাটির নীচে রয়েছে, সে কথাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

উত্তর ২৪ পরগনার অশোকনগরে তেলের ভান্ডার রয়েছে বলেই সন্ধান শুরু করে ওএনজিসি। ইতিমধ্যেই সেখানে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তারপরও কেন তেল উত্তোলন হল না? সোমবার সংসদে সেই প্রশ্নই তোলেন বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন কীভাবে এগোচ্ছে কাজ।

উত্তর ২৪ পরগনার অশোকনগরে বছর কয়েক আগেই তেল ও প্রাকৃতিক গ্যাসের খোঁজ পায় ওএনজিসি(ONGC)। শুরু হয়েছে মাপজোক-সমীক্ষা। বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের অপেক্ষায় রয়েছে সেই অঞ্চল। এবার রেভিনিউ-এর হিসেবটাও বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

মন্ত্রী জানিয়েছেন, ওএনজিসির সঙ্গে ২০১৮ সালে চুক্তি হয়েছে। অনুমান করা হচ্ছে, ওই অংশে ২৪০ মিলিয়ন ব্যারলের মতো তেল রয়েছে। যে তেল উদ্ধার করা হলে অন্তত ৪৫০০ কোটি টাকার লভ্যাংশ পাবে রাজ্য সরকার।

মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তেল উত্তোলন করতে অনেক সময় লাগছে ঠিকই। তবে একবার যদি তেল ও গ্যাস উত্তোলন করা সম্ভব হয়, তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

তথ্য দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, অন্ধ্রপ্রদেশ ১৬ হাজার কোটি, গুজরাত ২৪ হাজার ৫০০ কোটি রাজস্থান ১৮ হাজার কোটি ও উত্তর প্রদেশ ৩১ হাজার ২০০ কোটি, পশ্চিমবঙ্গ ১৩ হাজার রেভিনিউ পায়। অশোকনগরের কাজ শুরু হলে রেভিনিউ আরও বাড়বে বলেও উল্লেখ করেছেন তিনি।