ONGC in Bongaon: বনগাঁয় মাটির নীচে মিলবে গ্যাস, মিলবে তেলও! আশার কথা শোনাল ONGC
ONGC in Bongaon: স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। ইতিমধ্যে একটা বোরিং-এর কাজও সম্পন্ন হয়েছে। সবরকম সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গ্যাস উত্তোলন হলে এলাকার উন্নয়ন হবে বলে আশাবাদী তিনি।

বনগাঁ: বনগাঁয় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল ওএনজিসি। অশোকনগরের পর বনগাঁ গোপালনগরের অন্তর্গত এই আকাইপুর এলাকা থেকে উত্তোলন করা হল। সেখানেই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল ওএনজিসি। তেলের সন্ধানও চালাচ্ছে ওই সংস্থা। স্থানীয় কামদেবপুরে কয়েক বছর আগেও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছিল তারা। প্রায় চার বছর ধরে এই সন্ধান চালাচ্ছেন ওএনজিসি-র আধিকারিকরা। তাঁরা আশাবাদী কিছুদিনের মধ্যেই মিলবে প্রাকৃতিক গ্যাস।
বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতকে ওএনজিসি-র তরফ থেকে স্থানীয় মানুষজনের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাস। বনগাঁ পঞ্চায়েত সমিতি ও আকাইপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এবং ওএনজিসি-র তরফ থেকে ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত ছিলেন। ওএনজিসি কর্তা ও বিশ্বজিৎ দাস ফিতে কেটে অ্যাম্বুলেন্সের সূচনা করেন এদিন।
ওএনজিসি কর্তা মানস কুমার নাথ জানিয়েছেন, কামদেবপুর এলাকায় কয়েক বছর ধরে প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান চালানো হচ্ছে। তাঁরা আশাবাদী যে এখান থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা যাবে।
ওএনজিসি-র তরফ থেকে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের জন্য কাজ চলছে, এতে খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। ইতিমধ্যে একটা বোরিং-এর কাজও সম্পন্ন হয়েছে। সবরকম সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গ্যাস উত্তোলন হলে এলাকার উন্নয়ন হবে বলে আশাবাদী তিনি।
এই বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ওএনজিসি কর্তাদের সঙ্গে কথা হয়েছে। এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে । প্রশাসনিক কারণে ওনারা সবকিছু খোলাসা করে বলতে পারছেন না । এখানে গ্যাস তেল উত্তোলন হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
