Enamul Haque: এবার জামিন এনামুলেরও, একে একে সকলেই বেরিয়ে আসছেন তিহাড় থেকে…
Enamul Haque: দীর্ঘদিন জেলে থাকা সত্ত্বেও এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি, এই সওয়ালের ভিত্তিতেই এদিন জামিন পেলেন এনামুল। এনামুল হক গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত। তাঁর বাড়ি থেকে নগদ ৪৫ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল।
নয়াদিল্লি: গরু পাচার মামলায় এবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক। ইডির করা মামলায় সোমবার জামিন পেলেন মুর্শিদাবাদের এই ব্যবসায়ী। বিচারপতি এমএম সুন্দরেশ ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে জামিন পান তিনি। অর্থাৎ অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডলের পর এবার তিহাড় থেকে বেরোবেন এনামুলও।
দীর্ঘদিন জেলে থাকা সত্ত্বেও এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি, এই সওয়ালের ভিত্তিতেই এদিন জামিন পেলেন এনামুল। এনামুল হক গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত। তাঁর বাড়ি থেকে নগদ ৪৫ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল।
একুশের বিধানসভা ভোটের আগে কয়লাকাণ্ড ও গরু পাচার কাণ্ড নিয়ে জোর কদমে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময়ই এনামুল হক নামে মুর্শিদাবাদের এক ব্যবসায়ীর নাম উঠে আসে। আগেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল একটি ঘুষ দেওয়ার মামলায়। সেই গ্রেফতারির পর জামিনও পান।
তবে ২০২০ সালের জানুয়ারি মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন আবার। গরু পাচার মামলায় ২০২২ সালে ইডিও গ্রেফতার করে তাঁকে। সেই এনামুলও এবার তিহাড় থেকে বেরোবেন।