Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: পাখির চোখ উত্তর-পূর্ব, আজ মেঘালয় সফরে মমতা-অভিষেক

Meghalaya Assembly Election 2023: উত্তর-পূর্বের এই রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল। আজ আবারও মেঘালয়ে প্রচার ঝড় তুলতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee: পাখির চোখ উত্তর-পূর্ব, আজ মেঘালয় সফরে মমতা-অভিষেক
মেঘালয় সফরে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 1:52 PM

নয়া দিল্লি: রাজ্য থেকে জাতীয় স্তরে নিজেদের জায়গা করে নিতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই কারণেই একাধিক প্রতিবেশী রাজ্যের নির্বাচনেও অংশ নিচ্ছে রাজ্যের শাসক দল। সম্প্রতিই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিল তৃণমূল। এবার লক্ষ্য মেঘালয়। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বের এই রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল। আজ আবারও মেঘালয়ে প্রচার ঝড় তুলতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তুরা লোকসভার অন্তর্গত রাজাবালায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করবেন নেত্রী। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই বিজেপির হয়ে প্রচারে মেঘালয় সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভোটমুখী মেঘালয়ে এই নিয়ে তৃতীয়বার প্রচারে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। চলতি মাসের শুরুতেই মেঘালয়ে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছিল। এই তালিকায় শীর্ষেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ডিসেম্বরেই মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে গত ১৮ জানুয়ারিও মেঘালয় যান মুখ্যমন্ত্রী। অন্যদিকে, সম্প্রতিই তৃণমূলের তারকা প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দুইদিনের জন্য মেঘালয় সফরে গিয়েছিলেন। সেখানে গারো হিল ও শিলংয়ে তিনি জনসভা ও রোড শো করেন।

গত বৃহস্পতিবারই শিলংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা শুধু সাধারণ একটা নির্বাচন নয়, এটা প্রত্যাখান. প্রতিবাদ ও অপরাধীদের শাস্তি দেওয়ার লড়াই। পশ্চিমবঙ্গের মতো মেঘালয়েও লক্ষ্মীর ভাণ্ডার সহ ছাত্রদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী সহ একাধিক পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মেঘালয়ে তৃণমূল সরকার গড়লে মহিলাদের ক্ষমতায়ন, যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

মেঘালয়ে ক্ষমতায় আসলে এ রাজ্যের মতো সেখানেও মহিলাদের মাসে ১ হাজার টাকা অর্থাৎ বছরে ১২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। রাজ্যে তৃণমূল সরকারের কাজের সঙ্গে মেঘালয়ের এনপিপি-বিজেপি জোট সরকারের কাজের তুলনা করেও মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে একহাত নেন তিনি। অভিষেক বলেন, “বিশ্বাসঘাতকেরা দিল্লিতে বসে থাকা নেতাদের কাছে শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন এবং মেঘালয়বাসীর বিশ্বাস ও ভালবাসার সঙ্গে ছিনিমিনি খেলছেন।”