নয়াদিল্লি: ভারতের সর্ববৃহৎ নিউজ নেটওয়ার্ক টিভি৯ আয়োজন করছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সম্মেলনে প্রধান অতিথির ভূমিকায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সমস্ত সদস্যই উপস্থিত থাকবেন এই সম্মেলনে। বিভিন্ন রাজ্যেের মুখ্যমন্ত্রীদেরও দেখা যাবে সেখানে। যেমন দেখা যাবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। ২৭ ফেব্রুয়ারি ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে নিজের বক্তব্য রাখবেন তিনি।
গত কয়েক বছর ধরেই দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু নিয়ে আলোচনা চলছে। দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ড সম্প্রতি সেই আইন চালু করছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে এই আইন প্রণয়নের গুরুত্বের কথা তুলে ধরবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ‘One Country, One Legislation Naya Hindustan’ শীর্ষক আলোচনায় এ নিয়ে বক্তব্য রাখবেন ধামি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছাড়াও আম আদমি পার্টির দুই মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন টিভি৯ নেটওয়ার্কের এই সম্মেলনে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান থাকবেন এই অনুষ্ঠানে। এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্য অসম, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও হাজির থাকবেন এই অনুষ্ঠানে।