AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Defamation Case: সোশ্যাল মিডিয়ায় কতটা কুকথা বললে মানহানি মামলা করা যায়? জানুন

Defamation Case: মান বা সম্মান হল এমন একটি বিষয়, যা নষ্ট হলে বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ে অনেকের পক্ষে। কোন ব্যক্তি বা সংস্থা- দুই ক্ষেত্রেই ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হলে তাঁর সঙ্গে সম্পর্কিত মানুষ বা পরিবারের ওপরেও প্রভাব পড়ে।

Defamation Case: সোশ্যাল মিডিয়ায় কতটা কুকথা বললে মানহানি মামলা করা যায়? জানুন
Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Oct 13, 2024 | 10:05 PM

মুখ থেকে কথা আর ধনুক থেকে তির বেরিয়ে গেলে, তা আর ফেরানো যায় না। এটি বাংলার বহু পুরনো প্রবাদবাক্য। আর সেই কথা নিয়েই যত কাণ্ড। কথার জালে জড়িয়ে পড়লেই বিপদ। কাকে কী বলবেন, কতটুকু বলবেন, তার ওপর নিয়ন্ত্রণ না থাকলে জড়িয়ে পড়তে হতে পারে আইনের জালেও। আপনার বলা কথায় কারও সম্মানহানি হচ্ছে না তো? ভারতীয় আইন অনুযায়ী সে ক্ষেত্রে শাস্তির ব্যবস্থাও আছে। টাকা দিয়ে করতে হতে পারে ‘ক্ষতি’ পূরণও। প্রতিনিয়ত শোনা যায়, কোনও না কোনও রাজনৈতিক নেতা মানহানির মামলা করছেন। কখনও ডাক পড়ছে রাহুল গান্ধীর, কখনও কেজরীবালের। আদলে কতটা কঠিন এই মামলা? ২০২৪-এই পশ্চিমলঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস একটি মানহানির মামলা করেছিলেন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন