Tahawwur Rana: ‘ভেরি ডেঞ্জারাস ম্যান’, কে এই তাহাউর রানা? কেন তাঁকে ফেরাতে এত তৎপর ভারত?
Tahawwur Rana: হামলার ষড়যন্ত্র, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনকে সাহায্য করা, এমন সব অভিযোগেই রানাকে দোষী সাব্যস্ত করে আমেরিকার আদালত।

নয়া দিল্লি: তাজ হোটেলের ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছিল শতাধিক সাধারণ মানুষকে। মুম্বইয়ের পাঁচতারা হোটেলের ভিতর থেকে সেদিন ভেসে আসছিল মুহর্মূহ বিস্ফোরণের শব্দ। সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিল দেশবাসী। ১৭ বছর পার হয়ে গেলেও সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে। পাক জঙ্গি সংগঠনই যে ওই হামলা চালিয়েছিল, তা স্পষ্ট হয়ে যায় ঘটনার পরই। সেই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে দীর্ঘদিন ধরে ভারতে এনে জেরা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত। অবশেষে রানাকে ভারতে আনার পথ পরিষ্কার করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কে এই রানা? কেন তাঁকে ভারতে আনতে এত তৎপর দিল্লি?
ঠিক কী অভিযোগ রানার বিরুদ্ধে?
বর্তমানে আমেরিকার জেলে রয়েছেন তাহাউর রানা। পাকিস্তানের বাসিন্দা। অভিযোগ, মুম্বইতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, তা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন এই ব্যক্তি। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ। আর তাঁর সহযোগীর নাম ডেভিড কোলম্যান হেডলি, যাঁকে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হিসেবে চিহ্নিত করা হয়। শুধু জঙ্গি সংগঠন নয়, গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানের ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (ISI)-এর সঙ্গেও নিবিড় যোগাযোগ ছিল এই তাহাউর রানার।
হামলার ঠিক আগেই ভারতে এসেছিলেন রানা
২৬/১১ হামলা নিয়ে মুম্বই পুলিশ যে ৪০০ পাতার চার্জশিট পেশ করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালের ১১ নভেম্বর ভারতে এসেছিলেন তাহাউর রানা। ওই মাসের ২১ তারিখ পর্যন্ত ভারতেই ছিলেন তিনি। মুম্বইয়ের রেনেসাঁ হোটেলে ২ দিন কাটিয়েছিলেন তিনি।
হেডলির সঙ্গে ইমেইলে চলত কথোপকথন
তদন্ত করতে গিয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ডেভিড হেডলির সঙ্গে তাহাউর রানার ইমেইল-এর কথোপকথন হাতে পেয়ে যায়। দেখা যায়, একটি ইমেইলে হেডলি রানার কাছে মেজর ইকবালের ইমেইল আইডি চাইছেন। এই মেজর ইকবাল ছিলেন আইএসআই-এর অন্যতম অপারেটিভ, অভিযুক্ত হিসেবে যাঁর নামও জড়িয়েছিল মুম্বই হামলায়।
হামলার ষড়যন্ত্র, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনকে সাহায্য করা, এমন সব অভিযোগেই রানাকে দোষী সাব্যস্ত করে আমেরিকার আদালত।
পাক সেনার ডাক্তার ছিলেন তাহাউর রানা
জানা যায়, পাকিস্তানের নাগরিক এই তাহাউর রানা পাক সেনার চিকিৎসক হিসেবে কাজ করতেন। পরে কানাডার নাগরিকত্ব পাওয়ার পর সেখানে চলে যান। অভিবাসন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর স্ত্রীও পেশায় চিকিৎসক। পরবর্তীতে রানা শিকাগো শহরে ব্যবসা শুরু করেন। একটা নয়, একাধিক ব্যবসা। ইমিগ্রেশন এজেন্সিও ছিল তাঁর। তাঁর সংস্থার অফিস ছিল শিকাগো, নিউ ইয়র্ক ও টরোন্টোতে। অটোয়ায় একটি বাড়িও আছে তাঁর, যেখানে তাঁর বাবা ও ভাই থাকেন।
মুম্বই হামলা নিয়ে রানার অবস্থান কী? কেন যুক্ত হয়েছিলেন তিনি?
গোয়েন্দাদের জেরায় রানা দাবি করেন, আইএসআই সদস্য মেজর ইকবালকে চিনতেন তিনি। রানার বক্তব্য, তাঁকে নাকি মেজর ইকবাল পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। শর্ত ছিল, ডেভিড হেডলিকে সাহায্য করতে হবে, যাতে হেডলি পাকিস্তানে ফিরে যেতে পারেন। আর রানার অভিবাসন ব্যবসার সুযোগ নিয়েই মুম্বই যেতে চেয়েছিলেন হেডলি। রানা জেরায় স্বীকার করেছিলেন যে, ডেভিড হেডলি লস্কর-ই-তইবার হয়ে কাজ করেছেন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে। তাঁকে ‘ভেরি ডেঞ্জারাস ম্যান’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। ফলে, এবার একেবারে হাতের মুঠোয় পেয়ে এই পাক নাগরিককে জেরা করতে পারবে ভারত।





