Vande Mataram: কার প্রস্তাবে ছোট হয় ‘বন্দেভারতম’, তথ্য় সামনে আনল কংগ্রেস

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2025 | 3:07 PM

Vande Mataram: ধর্মীয় বিতর্ক দানা বাঁধছে। ধর্মীয় কারণেই নির্দিষ্ট অংশ বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করে বিজেপির। বিজেপি বলছে, দুর্গা-লক্ষ্মীর সঙ্গে ভারতমাতার তুলনা করা হয়েছিল সেখানে। তবে জবাবে ব্যাখ্যাও দিয়েছে কংগ্রেস।

জাতীয় স্তোত্র বন্দেমাতরম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসন্ন লোকসভার অধিবেশনেও এই বিষয়টি উত্থাপন করতে পারে বিজেপি। সম্প্রতি সেই ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রশ্ন, কেন বাদ দেওয়া হল বন্দেমাতরম?

অভিযোগ, ১৯৩৭-এ বন্দেমাতরম-এর গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে। মুসলিমদের তুষ্ট করতে অংশ বাদ দেওয়া হয় সেটি? এমনই অভিযোগ বিজেপির। এদিকে, কংগ্রেসের প্রশ্ন, আরএসএস কি কখনও বন্দেমাতরম গায়? আগামিদিনে বঙ্গবাসীর মনেও নাড়া দেবে এই বিতর্ক! এরই মধ্যে দলিল-দস্তাবেজ বের করে কংগ্রেস জানিয়েছে, কে বন্দেমাতরমের ওই অংশ ঠিক করে দিয়েছিল।

Published on: Nov 09, 2025 03:06 PM