PM Modi: চোখে দেখতে পান না, জার্মান গায়িকার ভারতীয় ভক্তিমূলক গানে মুগ্ধ গোটা বিশ্ব, উচ্ছ্বসিত প্রশংসা মোদীর

Mar 18, 2025 | 7:58 PM

PM Modi: ক্যাসান্দ্রা মূলত ভারতীয় ভাষাতে ভক্তিমূলক গান গেয়ে থাকেন। মোদীর সামনে "অচ্যুতম কেশবম" গানটি গেয়েছিলেন। গান শোনার পর মোদী তাঁকে আলাদা করে অভিনন্দনও জানান। পাল্টা মোদী ধন্যবাদ জ্ঞাপনও করতে দেখা যায় ওই জার্মান গায়িকাকে।

PM Modi: চোখে দেখতে পান না, জার্মান গায়িকার ভারতীয় ভক্তিমূলক গানে মুগ্ধ গোটা বিশ্ব, উচ্ছ্বসিত প্রশংসা মোদীর
জার্মান গায়িকার সঙ্গে দেখা করলেন মোদী
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: তিনি চোখে দেখতে পান না। কিন্তু, তাঁর কণ্ঠই মন জয় করেছে খোদ ভারতীয় প্রধানমন্ত্রীর। ‘মন কী বাতের’ ১০৫তম পর্বে হাত ধরে তাঁর সঙ্গে গোটা বিশ্বের পরিচয় করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তারপর থেকেই তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। কথা হচ্ছে জার্মান গায়িকা ক্যাসান্দ্রা মাই স্পিটম্যানকে নিয়ে। তিনি যেভাবে গানের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তাঁর ভূয়সী প্রশংসাও করেছেন মোদী। এক্স হ্যান্ডেলে করেছেন পোস্ট। এদিন তামিলনাড়ুর পাল্লাদমে ওই জার্মান গায়িকার সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী।

ক্যাসান্দ্রা মূলত ভারতীয় ভাষাতে ভক্তিমূলক গান গেয়ে থাকেন। মোদীর সামনে “অচ্যুতম কেশবম” গানটি গেয়েছিলেন। গান শোনার পর মোদী তাঁকে আলাদা করে অভিনন্দনও জানান। পাল্টা মোদী ধন্যবাদ জ্ঞাপনও করতে দেখা যায় ওই জার্মান গায়িকাকে। ‘মন কী বাতের’ এক্স হ্যান্ডেল থেকে এ নিয়ে একটি পোস্টও করা হয়। তাতেই আলাদা করে লেখা হয়, ‘প্রধানমন্ত্রী তাঁর #MannKiBaat অনুষ্ঠানে জার্মানির এক মেয়ের কথা উল্লেখ করার পর তাঁর জীবন কীভাবে চিরতরে বদলে গেল তা দেখুন! ক্যাসান্দ্রা মাইয়ের  ভারতীয় সংস্কৃতি এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসার কোনও সীমা নেই!’

প্রসঙ্গত, ইন্সটাগ্রাম থেকেই যাত্রা শুরু করেছিলেন ক্যাসান্দ্রা মাই স্পিটম্যান। সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে তাঁর। এখন তাঁর বিশ্বজোড়া নাম। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেও যেভাবে তিনি গোটা বিশ্বের কাছে নিজের প্রতিভাকে মেলে ধরছেন তাতে আপ্লুত লক্ষ লক্ষ মানুষ। তাঁর ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সংস্কৃত থেকে হিন্দি, তামিল থেকে বাংলা, সব ভাষাতেই গান গেয়ে ফেলেছেন তিনি। তাঁর উচ্চরণের বলিষ্ঠতাও প্রশংসা কুড়িয়েছে সব মহলে। এবার খোদ মোদীর মুখে শোনা গেল তাঁর ভূয়সী প্রশংসা।