Indian Railways: কোনওটা লাল-কোনটা নীল, ভারতের ট্রেনের এই ভিন্ন-ভিন্ন রঙের অর্থ কী?

মেরুন রঙ ছিল ভারতীয় রেলের পুরনো দিনের পরিচয়। এক সময় অধিকাংশ ট্রেনই এই রঙে রাঙানো থাকত। আজও কিছু পুরনো রুট বা হেরিটেজ ট্রেনে মেরুন কোচ দেখা যায়। এই রঙ ভারতীয় রেলের শুরুর সময় ও নস্টালজিয়ার স্মৃতির সঙ্গে জড়িত। ধীরে ধীরে যদিও এই রঙ ব্যবহার কমে যাচ্ছে।

Indian Railways: কোনওটা লাল-কোনটা নীল, ভারতের ট্রেনের এই ভিন্ন-ভিন্ন রঙের অর্থ কী?
ভারতীয় রেলImage Credit source: Tv9 Bangla

Jan 25, 2026 | 5:42 PM

ট্রেনে তো সবাই যাতায়াত করেন। কেউ কখনও খেয়াল করেছেন, কিছু কিছু ট্রেনের রং নীল, সবুজ, লাল কিংবা মেরুন এমন হয়ে থাকে। এই রঙগুলি কিন্তু শুধুই সৌন্দর্যের জন্য নয়। প্রতিটি রঙের পিছনে রয়েছে নির্দিষ্ট ব্যবস্থা ও দীর্ঘ ইতিহাস। এক নজরে জেনে নিন এই ট্রেনের রংগুলির কী কী গুরুত্ব রয়েছে।

নীল রঙ কী বোঝায়?

ভারতীয় রেলে সবচেয়ে বেশি দেখা যায় নীল রঙের কোচ। মূলত স্লিপার ও জেনারেল কোচে এই রঙ ব্যবহার করা হয়। এর আগে মেরুন রঙ ছিল। তবে, আধুনিকীকরণের সঙ্গে-সঙ্গে নীল রঙ লাগানো হয়। এই নীল রঙ নন এসি ও সাশ্রয়ী যাত্রার প্রতীক। ভিড়ভাট্টা স্টেশনে এই রঙ কোচ চিনে নিতেও সাহায্য করে।

মেরুন রঙের ইতিহাস

মেরুন রঙ ছিল ভারতীয় রেলের পুরনো দিনের পরিচয়। এক সময় অধিকাংশ ট্রেনই এই রঙে রাঙানো থাকত। আজও কিছু পুরনো রুট বা হেরিটেজ ট্রেনে মেরুন কোচ দেখা যায়। এই রঙ ভারতীয় রেলের শুরুর সময় ও নস্টালজিয়ার স্মৃতির সঙ্গে জড়িত। ধীরে ধীরে যদিও এই রঙ ব্যবহার কমে যাচ্ছে।

সবুজ রঙ কেন ব্যবহার হয়?

সবুজ রঙ সাধারণত গরিব রথ ট্রেনের কোচে দেখা যায়। গরিব রথ কম ভাড়ায় এসি পরিষেবা দেওয়ার জন্য চালু করা হয়েছিল। সবুজ রঙ সাশ্রয়ী ও সহজ যাত্রার প্রতীক হিসেবে ধরা হয়। দূর থেকেই যাত্রীরা বুঝতে পারেন, এটি একটি বাজেট এসি ট্রেন।

লাল বা জং রঙের অর্থ

লাল বা জং-ধাঁচের রঙ প্রায়শই এসি চেয়ার কার ও এসি স্লিপার কোচে ব্যবহৃত হয়। এই রঙ আরামদায়ক ও প্রিমিয়াম যাত্রার পরিচয় বহন করে। প্ল্যাটফর্মে যাত্রীরা যাতে সহজেই এসি কোচ শনাক্ত করতে পারেন, সেই কারণেই এই রঙ বেছে নেওয়া হয়েছে।

কোচে হলুদ দাগ কেন থাকে?

কিছু কোচে হলুদ রঙের দাগ বা স্ট্রাইপ দেখা যায়। এগুলি সাধারণত ব্রেক ভ্যান, পার্সেল ভ্যান বা বিশেষ কাজের কোচ চিহ্নিত করতে ব্যবহার করা হয়। হলুদ রঙ দূর থেকেও এবং কম আলোতেও স্পষ্ট দেখা যায়, যা নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।

ট্রেনের সঙ্গে জড়িত আরও কিছু সংকেত

ট্রেনের শেষ কামরায় আঁকা ‘X’ চিহ্ন থাকে। এর অর্থা আর কোনও বগি বা কামরা নেই। ট্রেন এখানেই শেষ। শুধু তাই নয়, পিছনে জ্বলা লাল আলো অন্য ট্রেনকেও সতর্ক করে। ইঞ্জিনে লাগানো তিন-কোণা প্লেটে ইঞ্জিন নম্বর ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে।